বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৩:২৬ পূর্বাহ্ন

শান্তিগঞ্জের স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফাইজার ভ্যাকসিনেশন কার্যক্রমের উদ্বোধন 

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ২৪৮ বার

স্টাফ রিপোর্টার::

শান্তিগঞ্জ উপজেলার স্কুল ও কলেজের ছাত্র – ছাত্রীদের মধ্যে ফাইজার ভ্যাকসিনেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার(২২ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন শরিফীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার উজ জামান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।

এ সময় উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকীসহ শিক্ষার্থী, তাদের অভিভাবক ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

টিকা নেওয়া এক শিক্ষার্থী বলে, ‘টিকা নিয়ে নিজেকে সুরক্ষিত মনে করছি। আমার সহপাঠীরা টিকা নিয়েছে।’

এক অভিভাবক বলেন, ‘দেশে করোনার আক্রমণ কিছুটা কমে এলে সীমিত পরিসরে পাঠদান শুরু হয়েছে। আমরাও তাদের স্কুলে পাঠিয়ে আতঙ্কে ছিলাম। এখন তাদের টিকা কার্যক্রমের আওতায় আনা হয়েছে। আমরা অনেকটাই আতঙ্ক মুক্ত থাকতে পারব।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন শরিফী বলেন, উপজেলার স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে ফাইজারের করোনা টিকা দেওয়ার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সবেমাত্র শুরু হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সব শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে। প্রথম দিনেই জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮শত ২৫ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ