সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:০৩ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে নানা আয়োজনে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ২৮৩ বার
স্টাফ রিপোর্টারঃ সারা দেশের ন্যায় শান্তিগঞ্জে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ দিনটি বিশেষ আয়োজনের মধ্য দিয়ে পালন করেন।
দিবসের প্রথম প্রহরে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সুচনা করা হয়।
বৃহস্পতিবার(১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টায় উপজেলা প্রশাসন,  উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড,  পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠন, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ,, পল্লিবিদ্যুৎ, স্বাস্থ্য বিভাগ, ব্র‍্যাক, আব্দুল মজিদ কলেজ, উদীচী শিল্পী গোষ্ঠিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ন করেন।
সকাল ৯ টায় উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠান উদ্বোধনের পরে কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী ও যেমন খুশি তেমন সাজো প্রদর্শন, পুরষ্কার বিতরণী ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, সার্কেল এসপি শুভাশিস, এসিল্যান্ড সকিনা আক্তার, ওসি কাজী মোক্তাদির হোসেন, পরিকল্পনামন্ত্রী আজহাজ্ব এম এ মান্নানের একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, জয়কলস ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি ছদরুল ইসলাম।
এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আবাব মিয়া,আওয়ামীলীগ নেতা জিএম সাজ্জাদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহ-কমান্ডার মসদ আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেলিম খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভুইয়া, মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমান, খাদ্য কর্মকর্তা ধীরাজ নন্দী, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নুরে আলম সিদ্দিকী , উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রয়েল আহমদ,সাধারণ সম্পাদক ইমরান আহমদ তালুকদার ,যুগ্ম আহব্বায়ক মনসুর আলম সুজন, সহ সভাপতি আল মাহমুদ সোহেল ও
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমদ সহ উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ