বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০২:১৬ অপরাহ্ন

দোয়ারাবাজারের মুক্তিযোদ্ধা সেতুর স্থান পরিদর্শন করেছেন সেতু নির্মাণ কর্তৃপক্ষ

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২১ জুলাই, ২০১৮
  • ২২৬ বার

এম এ মোতালিব ভুঁইয়া :: দোযারাবাজার উপজেলাবাসীর বহুল প্রত্যাশিত মুক্তিযোদ্ধা সেতুর স্থান পরিদর্শন করেছেন বাংলাদেশ সেতু নির্মাণ কর্তৃপক্ষ। শুক্রবার সকাল ১০.০০টায় উপজেলা পরিষদের সামনে সুরমা নদীর ওপর মুক্তিযোদ্ধা সেতু নিমার্ণের বিষয়ে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন ঢাকা থেকে আসা বাংলাদেশ সেতু নিমাণ কতৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন এবং একজন নির্বাহী প্রকৌশলী । পরে ইঞ্জিন নৌকায় করে সেতু নির্মাণের স্থান পরিদর্শন করেন তারা ।

এসময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল খালিক, সহকারী উপজেলা প্রকৌশলী মাহমুদুর রহমান, পাউবো’র সেকশন অফিসার মাহবুব আলম প্রমুখ। এব্যাপারে যোগাযোগ করা হলে দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সরাসরি সাক্ষাতে মুক্তিযোদ্ধা সেতুর দাবি জানিয়েছিলাম। তিনি আমার দাবি রেখেছেন। আমাদের এমপি মহোদয় এব্যাপারে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন। উপজেলাবাসীর স্বপ্ন বহুল প্রত্যাশিত মুক্তিযোদ্ধা সেতু এখন বাস্তবায়ন হওয়ার পথে। এ সেতুটি নির্মিত হলে উপজেলা সদরের সাথে সুরমার দক্ষিণ পাড়ের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ