স্টাফ রিপোর্টার :: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার উজানীগাও নিবাসী ও উপজেলা আব্দুল করিম পরিষদের সাবেক সাংঠনিক সম্পাদক বাউল লাল শাহের মা ছায়াতুন নেছা শুক্রবার সকাল ৮:৩০ ঘটিকায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন।ইন্নানিল্লাহী ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৬৫ বছর। জানা যায়,ছায়াতুন নেছা একজন বাউল শিল্পী ছিলেন, তিনি ভাটি অঞ্চলের আনাছে কানাছে বাউল গান গেয়ে বেড়াতেন। বাউল গানে তার যথেষ্ট সুনাম রয়েছেন, মৃত্যুকালে ছায়াতুন নেছা ৫ ছেলে ও ২ দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ দুপুর ২ ঘটিকায় জানাজার নামাজের পর নিজ গ্রাম উজানীগাঁও এ পারিবারিক কবরস্থানে ছায়াতুন নেছাকে দাফন করা হয়।
এদিকে বাউল লাল শাহের মায়ের মৃত্যুতে গভীর দু:খ ও শোক প্রকাশ করেছেন,লেখক ও প্রাবন্ধিক প্রভাষক এনামুল কবির,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শ্যামল দেব,সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম,দক্ষিণ সুনামগঞ্জ শান্তিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান মিয়া, প্রতিমন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন ও দক্ষিণ সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাব এর সভাপতি সামিউল কবির, সাধারন সম্পাদক নাইম তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ওসমানী স্মৃতি পরিষদের আহবায়ক প্রভাষক ফয়সল আহমেদ প্রমুখ।