জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী লুৎফুর রহমান জায়গীরদার খোকন চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৫০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ নুর মিয়া ঘোড়া প্রতিক নিয়ে ১ হাজার ৬৫৯ ভোট, আওয়ামী লীগের বিদ্রোহী মোঃ শফিকুল ইসলাম মোটরসাইকেল প্রতিক নিয়ে ১ হাজার ৫৮৮ ভোট, সমসুল আলম ভূইয়া আনারস প্রতিক নিয়ে ৯৬৫ ভোট, আওয়ামী লীগ মনোনীত এড. দেবাংশু তালুকদার নৌকা প্রতিক নিয়ে ৮৮৩ ভোট এবং মাওলানা মুজিবুর রহমান ২৫৫ ভোট। বেসরকারিভাবে লুৎফর রহমান জায়গীরদার খোকন ৮৪৮ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।
প্রসঙ্গত, রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে উপজেলার ৮টি ইউনিয়নে ৭৮টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত। শান্তিগঞ্জের এই আটটি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৪৩ জন।
নির্বাচন কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কোনো প্রার্থীর কাছ থেকে কোনো অভিযোগও পাওয়া যায়নি।