প্রাথমিকভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ইউনিয়নের ১০ টি কেন্দ্র মিলে বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলাম পেয়েছেন ৪৬০১ ভোট, বিএনপির আমিনুর রশিদ পেয়েছেন ৪১৫৩ ভোট এবং আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সামসুল ইসলাম রাজা ২৮৩০ ভোট পেয়ে ৩য় হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুর রশিদ কে ৪৪৮ ভোটে হারিয়ে শহিদুল ইসলাম ঘোড়া প্রতীক নিয়ে বেসরকারি ভাবে জয় লাভ করেছেন।
প্রসঙ্গত, রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে উপজেলার ৮টি ইউনিয়নে ৭৮টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত। শান্তিগঞ্জের এই আটটি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৪৩ জন।
নির্বাচন কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কোনো প্রার্থীর কাছ থেকে কোনো অভিযোগও পাওয়া যায়নি।