সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৫৯ পূর্বাহ্ন

পাথারিয়া ইউপিতে নৌকা ও বিএনপিকে হারিয়ে আ.লীগ বিদ্রোহী প্রার্থীর জয়

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ২৭২ বার
স্টাফ রিপোর্টারঃ তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউপি নির্বাচনের ফলাফল পাওয়া গেছে। এতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলাম, নৌকা মনোনীত প্রার্থী সামসুল ইসলাম রাজা মিয়া এবং বিএনপির হেভিওয়েট প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আমিনুর রশিদকে কে  পরাজিত করে জয়ী হয়েছেন।

প্রাথমিকভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ইউনিয়নের ১০ টি কেন্দ্র মিলে বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলাম পেয়েছেন ৪৬০১ ভোট, বিএনপির আমিনুর রশিদ পেয়েছেন ৪১৫৩ ভোট এবং আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সামসুল ইসলাম রাজা ২৮৩০ ভোট পেয়ে ৩য় হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুর রশিদ কে ৪৪৮ ভোটে হারিয়ে শহিদুল ইসলাম ঘোড়া প্রতীক নিয়ে বেসরকারি ভাবে জয় লাভ করেছেন।

প্রসঙ্গত, রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে উপজেলার ৮টি ইউনিয়নে ৭৮টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত। শান্তিগঞ্জের এই আটটি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৪৩ জন।

নির্বাচন কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কোনো প্রার্থীর কাছ থেকে কোনো অভিযোগও পাওয়া যায়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ