প্রাথমিকভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ইউনিয়নের ১২ টি কেন্দ্র মিলে বিদ্রোহী প্রার্থী আব্দুল বাছিত সুজন(ঘোড়া) ৬০৫০, মাসুদ মিয়া(নৌকা) ৩৪৬২, বিএনপির স্বতন্ত্র ফরিদুর রহমান(আনারস) ৩৩৫৮, আ.লীগের বিদ্রোহী রাজা মিয়া(টেবিল ফ্যান) ২৪৩৬, আব্দুল লতিফ কালাশাহ(অটো রিক্সা) ১৫৬৬, স্বতন্ত্র জহির(চশমা) ৬৫২, ওয়ারছি উদ্দিন (খেজুর গাছ) ৫০৮, মাহমুদুর রহমান তারেক (মোটরসাইকেল) ৫০২ ভোট পেয়েছেন। আব্দুল বাছিত সুজন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী মাসুদ মিয়াকে ২৫৮৮ ভোটে হারিয়ে বেসরকারি ভাবে জয় লাভ করেছেন।
প্রসঙ্গত, রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে উপজেলার ৮টি ইউনিয়নে ৭৮টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত। শান্তিগঞ্জের এই আটটি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৪৩ জন।
নির্বাচন কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কোনো প্রার্থীর কাছ থেকে কোনো অভিযোগও পাওয়া যায়নি।