মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০২:২৩ পূর্বাহ্ন

কোহলির ‘ইগো’তে আঘাত করেছে নিউজিল্যান্ড

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ২২৯ বার

স্পোর্টস ডেস্কঃ হার যেন পিছুই ছাড়ছে না ভারতের। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরেছে ভারত। এরপর দ্বিতীয় ম্যাচেও নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটের পরাজয়ে সেমিফাইনাল এখন অনেকটা অনিশ্চিত ভারতের।

রোববার নিউজিল্যান্ডের কাছে হারের পর ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির উইকেট নিয়ে কথা বলেন। ইশ সোধির প্রশংসা করে হরভজন বলেন, ‘তারা বিরাট কোহলির ইগোতে আঘাত করেছে এবং সেখানেই কোহলি ফাঁদে পড়েছে।’

হরভজনের মতে, যখন কোনো দল বিরাট কোহলির মতো বড় খেলোয়াড়ের ইগোতে আঘাত করে এবং তাকে কোনো সিঙ্গেল নিতে দেয় না, তখন সে কিছু উদ্ভাবনী শট খেলতে বাধ্য হয়। কোহলির সঙ্গে এমনটি ঘটেছে। যার ফলে ১৭ বলে মাত্র ৯ রান করে থেমেছে তার ইনিংস।

স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে হরভজন বলেন, ‘তারা কোহলির ইগো নিয়ে খেলছে। কিউইরা বলেছিল তারা বিরাটকে রান করতে দেবে না। যদি সে শুরুতে ব্যাটিং করে বড় শট খেলে তা ঠিক আছে কিন্তু তারা সিঙ্গেল দেবে না। যখন আপনি সিংগেল রান দিবেন না বলে কোনো বড় খেলোয়াড়ের ইগোতে আঘাত হানেন, তারা কোহলির মতো এলোপাতাড়ি শট খেলে।’

হরভজন আরও বলেন, ‘কোহলির খেলা শটটি তার স্বাভাবিক খেলা নয়। তিনি এইরকম বল খেলেন না, কিন্তু খেলেছেন। সে যদি একই বলে কভারের ওপর দিয়ে খেলতো অথবা এগিয়ে এসে খেলতো তাহলে আরও ভালো হতো।’

নিউজিল্যান্ডের কাছে লজ্জাজনক হারের পর সেমিফাইনালের দৌড় অনেকটাই অনিশ্চিত ভারতের। বিশ্বকাপের লড়াইয়ে টিকে থাকতে হলে বাকি তিনটি ম্যাচে বিশাল ব্যবধানে জিততে হবে। বুধবার বাংলাদেশ সময় রাত ৮টায় আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ