স্পোর্টস ডেস্কঃ রোববার রাতে নিউজিল্যান্ডের কাছে হারের পর ভারতের অধিনায়ক বিরাট কোহলির চোখে মুখে ছিল রাজ্যের হতাশা। ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক জানিয়েছিলেন, দল হিসেবে তারা খুব একটা সাহসী ছিলেন না।
ভারতীয় অধিনায়কের এমন বক্তব্যে ভীষণ চটেছেন কপিল দেব। কোহলির মতো খেলোয়াড়ের মুখ থেকে এমন বক্তব্য আশা করেননি ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক।
এবিপি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কপিল বলেছেন, ‘তার (কোহলি) মতো খেলোয়াড়ের কাছ থেকে এমন ফালতু কথা শুনে খুবই অবাক হয়েছি। অধিনায়কের শরীরী ভাষা যদি এমন হয়, তাহলে সেই দল টুর্নামেন্টে ভালো করবে কীভাবে!’
পরপর দুই ম্যাচ হেরে স্বাভাবিকভাবেই বিধ্বস্ত কোহলি। তার মানসিক অবস্থার কথা বিবেচনা করে সাবেক ভারতীয় পেসারের মন্তব্য, ‘যত যাই হোক, সে (কোহলি) তো অধিনায়ক। দেশের জন্য সে খেলছে। একজন অধিনায়ক যদি বলে, আমরা তেমন সাহসী ছিলাম না- তখন স্বাভাবিকভাবেই তার দিকে আঙুল উঠবে।’
ভারতের এমন বাজেভাবে হারের পর সমালোচনার ভাষা হারিয়ে ফেলেছেন কপিল। এই ব্যাপারে সাবেক ভারতীয় অধিনায়কের বক্তব্য, ‘ভালো খেললে যেমন প্রশংসার অভাব হয় না, তেমনি খারাপ খেললে সমালোচনা হবেই। তবে এমন পরাজয়ের পর সমালোচনা করার মতো অভিধানে শব্দ খুঁজে পাওয়াই কষ্টকর। লড়াই করে হারলেও মেনে নিতাম কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে পারফরম্যান্সে খুশি হওয়ার মতো কিছু ছিলই না।’