রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৪:৩২ অপরাহ্ন

নতুন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮
  • ২৯১ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক::
পেশাদার কূটনীতিক আর্ল রবার্ট মিলারকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এই নিয়োগের কথা ঘোষণা করেছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্টের আনুষ্ঠানিক মনোনয়ন দেওয়ার পর কংগ্রেসের অনুমোদন শেষে ঢাকায় মার্শা বার্নিকাটের স্থলাভিষিক্ত হবেন আর্ল রবার্ট মিলার।

এই মুহূর্তে বতসোয়ানায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা আর্ল রবার্ট মিলার ১৯৮৭ সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরে যোগ দেন। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেলের দায়িত্ব পালন করেন। এ ছাড়া নয়াদিল্লি, বাগদাদ ও জাকার্তায় মার্কিন দূতাবাসে আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন তিনি।

মিশিগান বিশ্ববিদ্যালয় ও ইউনাইটেড স্টেটস মেরিন কপস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর মার্কিন মেরিন কোরে যোগ দেন আর্ল রবার্ট মিলার। এর মধ্যে তিনি ১৯৮১ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত মেরিন কোরে এবং ১৯৮৫ থেকে ১৯৯২ পর্যন্ত মেরিন কোর রিজার্ভে অফিসার পদে ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ