দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ সুনামগঞ্জের দিরাইয়ে জলমহাল নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহতের ঘটনায় গ্রেফতার হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়। শুক্রবার দিবাগত মধ্যরাতে সিলেট থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, দিরাইয়ে গত ১৮ অক্টোবর জলমহাল নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত রুহেদ মিয়ার ভাইয়ের করা মামলায় উপজেলা আওয়ামী লীগ নেতা প্রদীপসহ ৭৩ জনকে আসামি করা হয়। সেই মামলায় গ্রেফতার করা হয়েছে প্রদীপকে। তিনি মামলার প্রধান আসামি।
জানা গেছে, দিরাইয়ের ভাটিপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন রুহেদ নামের একজন। এ ঘটনায় আহত হন কমপক্ষে ৪০ জন।
গুরুতর আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন শিরু মিয়া তালুকদার নামের এক ব্যক্তি মারা যান ২৩ অক্টোবর।