স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত গতিতে উড়ছে ব্রাজিল। ১০ ম্যাচে জয় নয়টিতেই।
সেদিক থেকে বেশ পিছিয়ে আর্জেন্টিনা। তবে সোমবার ভোরে দুইবারের বিশ্বকাপ জয়ী দল উরুগুয়েকে যেভাবে হারিয়েছে কোচ স্ক্যালোনির শিষ্যরা, তাতে পেছনের ব্যর্থতা অনেকেই ভুলে যাবেন।
নিজেদের মাঠ এস্তাদিও মন্যুমেন্তালে প্রিয় বন্ধু লুইস সুয়ারেজের দলকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে লিওনেল মেসি দল।
গোল পেয়েছেন মেসি, রদ্রিগো ডি পল আর লাওতারো মার্টিনেজের
নিজে গোল পেয়ে আর এমন জয়ে বেশ তুষ্ট আর্জেন্টিনা দলের অধিনায়ক। জানালেন, দলের উন্নতি চোখে পড়ছে তার।
ম্যাচ জয়ের পর এক প্রতিক্রিয়ায় লিওনেল মেসি বলেন, জয়ের পর মেসির প্রতিক্রিয়া, ‘আমরা দারুণ একটা ম্যাচ খেলেছি। আমাদের খেলায় উন্নতি হচ্ছে। আমরা অনেক বড় সময় ধরে বল দখলে রাখছি এখন। এটাই সত্য যে দলের উন্নতি দেখছি। প্যারাগুয়ের বিপক্ষে ড্রয়ের পর ঘরের মাঠে ম্যাচটা জিততে হতো আমাদের। সৌভাগ্যক্রমে সবকিছু বেশ নিখুঁতই হয়েছে আমাদের জন্য।’
তবে উরুগুয়ের বিপক্ষে এই জয়টা ততটা সহজ হয়নি বলে মনে করেন মেসি। জানালেন, আজকের ম্যাচটা কঠিন ছিল। এই জয় এসেছে আর্জেন্টিনা ঠাণ্ডা মাথায় পরিস্থিতি সামলেছে বলেই।
পিএসজির মহাতারকা বলেন, ‘আমরা জানতাম আমরা উরুগুয়ের মুখোমুখি হচ্ছি, যারা সবসময় প্রতিপক্ষের ভুলের অপেক্ষা করে। এরপর চোখের পলকে বিপদে ফেলে দেয়। এ কাজটা দলটি ভালো করে পোরে। এই যেমন লুই (সুয়ারেজ) প্রায় আমাদের সুযোগ না দিয়েই একটা শট নিয়েছিল, যা গোলপোস্টে লেগেছিল, আরেকটা শট এমিলিয়ানো আটকে দিয়েছিল। সবকিছুই ঘটেছে আমরা যখন ম্যাচের দখলে ছিলাম। আমরা প্রথম গোলটা করার পরেই ফাঁকা জায়গা খুঁজে পেতে শুরু করেছিলাম। আমরা ধৈর্য ধরেছিলাম, এরপরই গোলগুলো পেয়েছিলাম।’
তথ্যসূত্র: গোল ডট কম