বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৭:২৭ অপরাহ্ন

শান্তিগঞ্জবাসীকে হাসনাত হোসেন’র দুর্গাপূজার শুভেচ্ছা

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ২০৭ বার

শান্তিগঞ্জ উপজেলা তথা সমগ্র দেশবাসীকে শারদীয়  দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব ও উপজেলা আ.লীগের উপ-দপ্তর সম্পাদক হাসনাত হোসেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাঙালি হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। হিন্দু শাস্ত্রমতে সমাজে অন্যায়, অবিচার, অশুভ ও অসুর শক্তি দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে। এ দেশের হিন্দু সম্প্রদায় উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা পালন করে আসছে।

দেশে এই মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা নিরাপদ ও সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক ধারণ করে যযথাযথ স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপন করতে হবে। সম্প্রীতির ঐতিহ্য অক্ষুন্ন রেখে জাতীয় উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহবান জানান হাসনাত হোসেন।

তিনি আরও বলেন- দুর্গোৎসবে ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতি ও সৌহার্দের বন্ধন আরও সু-সংহত হোক-এ কামনা করি। পরিশেষে সমগ্র দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বীসহ সব নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ