দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ ছাতকে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় খছরু মিয়া(৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় উপজেলা ভাতগাঁও ইউনিয়নের জহিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খছরু মিয়া জহিরপুর গ্রামের মৃত আলতাব আলীর পুত্র। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ২ জনকে আটক করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খছরু মিয়ার এক নিকটাত্মীয়র জমি বর্গা নিয়ে চাষাবাদ করে আসছে একই গ্রামের আলফত আলীর পুত্র মজু মিয়া। শনিবার সন্দ্যায় ওই জমিতে মাছ ধরতে যায় খছরু মিয়া। মাছ ধরা নিয়ে মজু মিয়ার সাথে খছরু মিয়ার বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে খছরু মিয়া গুরুতর আহত হলে তাকে মূমূর্ষ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে খছরু মিয়ার মৃত্যু ঘটে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে জহিরপুর গ্রামের হাজী আব্দুর নূরের পুত্র শফিকুন্নুর ও আবুল হোসেনের স্ত্রী শান্তিয়া জাহানকে আটক করে পুলিশ। রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার হায়াতুন্নবী ও ছাতক থানার অফিসার ইনচার্জ নাহিম উদ্দিন।