বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১২:২৫ অপরাহ্ন

বছরের সেরা মেধাবী আব্দুল মজিদ কলেজের লাইলি আক্তার

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮
  • ৫৯৯ বার

স্টাফ রিপোর্টার :: সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগীতা ২০১৮ এর বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আব্দুল মজিদ কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের একাদশ শ্রেনীর শিক্ষার্থী লাইলি আক্তার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার এ বছরের সেরা মেধাবী নির্বাচিত হয়েছে।

মেধাবী ছাত্রী লাইলির বাড়ি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামে। তার এমন সফলতা দেখে সবাই মুগ্ধ, আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম বলেন,লাইলির এমন সফলতার জন্য প্রথমেই থাকে অভিনন্দন জানাচ্ছি, লাইলি এই সফলতা এই কলেজের সুনাম অনেক বাড়িয়ে দিয়েছে, দোয়া করি সে যেন জীবনে সফলতার সাথে আগামীর ধাপগুলো এগিয়ে যেতে পারে।

এ বছর নিয়ে দেশব্যাপী সুপ্ত প্রতিভার খোঁজে ষষ্ঠবারের মতো বিভিন্ন উপজেলায় অনুষ্ঠিত হয়েছে মেধা অন্মেষণ প্রতিযোগিতা ২০১৮। এ প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে অষ্টম, নবম থেকে দশম এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে ভাগ হয়ে তিনটি গ্রুপের শিক্ষার্থীরা অংশ নেয়। উপজেলা পর্যায়ের সেরা শিক্ষার্থীরা জেলা এখন জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে।

এদিকে লাইলি আক্তারের এই সাফল্যের জন্য বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ