রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:০৯ অপরাহ্ন

মেসির ভাগ্য বরণ করলেন মদ্রিচ

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৬ জুলাই, ২০১৮
  • ৪৭৩ বার

স্পোর্টস ডেস্ক::
রাশিয়া বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরষ্কার গোল্ডেন বল জিতেছেন ক্রোয়েশিয়ার অধিনায়ক ও মিডফিল্ডার লুকা মদ্রিচ। ফাইনাল ম্যাচে পরাজিত দলে থাকলেও ব্যক্তিগত সাফল্যের খাতায় একটি ট্রফি যোগ হলো মদ্রিচের। ঠিক যেনো ২০১৪ সালে লিওনেল মেসির ভাগ্য!
মেসির মতো দশ নম্বর জার্সি পরেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ। সমর্থকরা তাকে ভালোবেসে মেসির মতোই ডাকেন ‘এলএম১০’ নামে। মেসির মতোই ২০১৮ সালের বিশ্বকাপে ছিলেন নিজ দলের অধিনায়ক। মিলটা শুধু এটুকুতে আটকে থাকলেই হয়তো খুশি হতেন রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার।

মেসির সাথে মদ্রিচের মিল বাড়তে বাড়তে গিয়ে ঠেকল ২০১৪ সালের পুনরাবৃত্তি হওয়া পর্যন্ত। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপেও ফাইনাল খেলেছিল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। সেবার ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা বঞ্চিত হন মেসি। তবে জিতেছিলেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরষ্কার গোল্ডেন বল। ৪ বছর পর এই একই পরিণতি হল লুকা মদ্রিচের। পুরো বিশ্বকাপে দুর্দান্ত খেলে নিজ দলকে তুলেছিলেন ফাইনালে। কিন্তু ফাইনালেই হল ছন্দপতন। ৪-২ গোলে হেরে শেষ হয়ে যায় ক্রোয়েশিয়ার বিশ্বকাপ স্বপ্ন। তবে ঠিক মেসির মতো করেই বিশ্বকাপের গোল্ডেন বলটা জেতেন মদ্রিচ। এনিয়ে টানা পঞ্চম বিশ্বকাপে গোল্ডেন বল জিতলেন বিশ্বকাপ না জেতা দলের কোন খেলোয়াড়।

লুকা মদ্রিচ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল জিতেছেন। বিশ্বকাপের দ্বিতীয় সেরা খেলোয়াড় সিলভার বল জিতেছেন বিশ্বকাপ জয়ী দল ফ্রান্সের তারকা স্ট্রাইকার আন্তোনিও গ্রিজম্যান। এছাড়া তৃতীয় সেরা খেলোয়াড়ের ব্রোঞ্জ বল জিতেছেন বিশ্বকাপে তৃতীয় হওয়া বেলজিয়ামের তারকা এডেন হ্যাজার্ড

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ