শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৩১ অপরাহ্ন

শিরোপা জেতার ঘোষণা দিয়েই বিশ্বকাপে যাবেন অধিনায়ক তামিম

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮৭ বার

স্পোর্টস ডেস্কঃ বেশ কয়েক বছর ধরেই ওয়ানডে ক্রিকেটে নিজেদের প্রমাণ করে চলেছে বাংলাদেশ দল। দ্বিপাক্ষিক সিরিজে বড় দলগুলোর কঠিন পরীক্ষা নেয়ার পাশাপাশি আইসিসি ইভেন্টেও চমক দেখিয়েছে টাইগাররা। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল অথবা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ব্যতীত আর কোনো বড় সাফল্য মেলেনি।

তাই এবার আসন্ন ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই যেতে চান টাইগারদের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। বিশ্বকাপের আগের সব আসরে বাংলাদেশ অধিনায়করা সর্বোচ্চ সেমিফাইনাল খেলার লক্ষ্যের কথা বলেছেন। এবার তা বদলে শিরোপা জেতার ঘোষণা দিয়েই বিশ্বকাপে যাবেন তামিম।

রোববার রাতে সাবেক শ্রীলঙ্কার ক্রিকেটার রাসেল আর্নল্ডের ফেসবুক লাইভ অনুষ্ঠানে এ কথা বলেছেন তামিম। তার মতে, ক্যারিয়ারের এখনও পাঁচ বছর বাকি রয়েছে। এর মধ্যে সিনিয়র ক্রিকেটাররা মিলে জাতীয় দলকে আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন করাই এখন তার মূল চাওয়া।

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে এখনও আমার অনেক অনেক কিছু অর্জনের আছে। এখন আমার বয়স ৩২-৩৩, আরও বছর পাঁচেক বেশ ভালোভাবেই আছে আমার সামনে। ওয়ানডে দলকে নেতৃত্ব দিচ্ছি আমি।’

তিনি আরও যোগ করেন, ‘যদি দেখেন, আমি, সাকিব, মুশফিক এবং অবশ্যই মাহমুদউল্লাহ… আমরা অনেক বছর ধরে বাংলাদেশের হয়ে খেলছি। তবে এখনও আমরা বড় কিছু অর্জন করতে পারিনি আমাদের ক্রিকেটে। ম্যাচ জিতেছি, সিরিজ জিতেছি। কিন্তু আইসিসি ইভেন্টে বড় কিছু জিততে পারিনি।’

তাই আগামী ওয়ানডে বিশ্বকাপে নজর রাখছেন তামিম। তিনি মনে করেন, ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের ভালো সুযোগ রয়েছে, ‘২০২৩ বিশ্বকাপকে আমি মনে করি, আমাদের জন্য দারুণ সুযোগ। আমরা আমাদের ক্যারিয়ারের প্রায় শেষ দিকে। তিন-চার-পাঁচ বছর আছে আমাদের।’

ক্যারিয়ার শেষ করার আগে স্মরণীয় কিছু করার প্রত্যয়ে তামিম বলেন, ‘আমরা এমন কিছু করে ক্যারিয়ার শেষ করতে চাই যা বাংলাদেশ সবসময় মনে রাখবে। আমাদের চারজনের যে অভিজ্ঞতা, পাশাপাশি তরুণ যে ক্রিকেটাররা আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি, ২০২৩ বিশ্বকাপে আমাদের অবশ্যই সুযোগ আছে।’

সেই স্মরণীয় কিছুটা যে ভালো খেলা বা সেমিফাইনালে পৌঁছানো পর্যন্তই সীমাবদ্ধ রাখতে চান না, সেটিও সাফ বলে দিয়েছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক। আগামী বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বে থাকলে শিরোপা জেতার ঘোষণা দিয়েই বিশ্ব মঞ্চে যাবেন তামিম।

তার ভাষ্য, ‘২০২৩ বিশ্বকাপে যদি আমিই দলকে নেতৃত্ব দেই… প্রতিটি বিশ্বকাপেই আমরা যখন গিয়েছি, বিভিন্ন অধিনায়করা বলেছেন যে আমরা ভালো করতে চাই বা সেমিফাইনাল খেলতে চাই কিংবা হারাতে চাই- এসব নানা কথা… কিন্তু আমি ২০২৩ পর্যন্ত নেতৃত্বে থাকলে এই ঘোষণা দিয়ে বিশ্বকাপে যে চাই যে, শিরোপা জিততে এসেছি। স্রেফ খেলতে বা লড়াই করতে নয়। আমি চাইব কাপ জিততে। এটাই আমার ভাবনায় আছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ