বিনোদন ডেস্কঃ নব্বই দশকের জনপ্রিয় নায়িকা শাবনূর। নিজের অভিনয় দিয়ে মাতিয়ে রেখেছিলেন ভক্তদের। ক্যারিয়ারের আকাশচুম্বী জনপ্রিয়তার পরপরই বিদেশে চলে যান এ অভিনেত্রী। ভক্তদের থেকেও হয়ে যান বিচ্ছিন্ন।
তবে এবার সেই দূরত্ব ঘোচাতে চালু করেছেন নিজের ইউটিউব চ্যানেল। সেখানে তার জীবনের ডায়েরিও আপ করবেন বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি ভক্তদের জন্য থাকছে মজার ও রুচিশীল কনটেন্টও।
বুধবার এক ভিডিওবার্তায় এ চিত্রনায়িকা জানান, শুধু ইউটিউবেই নয়, এখন থেকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও পাওয়া যাবে তাকে।
শাবনূর জানান, তার সঙ্গে কাজ করবে তিনজন খুদে ইউটিউবার। এর মধ্যে তার ছেলে আইজানও রয়েছে।
ভিডিওবার্তায় শাবনূর বলেন, ‘বন্ধুরা তোমাদের সঙ্গে থাকতে চাই, পাশে থাকতে চাই। ভালোবাসা পেতে চাই। এবং আমার একটা ছোট্ট কথা আছে। আমাদের ছোট্ট ছোট্ট টিমের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই।’
এরপরই তিনজন খুদে ইউটিউবার তাদের পরিচিতি নিয়ে আসে। বাকি দুজনের নাম ইহান ও ইনাইয়া।
শাবনূরের প্রথম চলচ্চিত্র চাঁদনী রাতে ১৯৯৩ সালে মুক্তি পায়। ছবিটি পরিচালনা করেন এহতেশাম এবং তার বিপরীতে নায়ক ছিল সাব্বির। এই ছবিটি ব্যর্থ হয়। পরে চিত্রনায়ক সালমান শাহের সঙ্গে জুটি বেঁধে ১৪টি চলচ্চিত্রে অভিনয় করেন যার প্রায় সবগুলোই ছিল ব্যবসায়িক মানদণ্ডে সফল।
শাবনূর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পাগল মানুষ’। এটি মুক্তি পায় ২০১৫ সালে।