স্পোর্টস ডেস্কঃ ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটে জনপ্রিয়তার তুঙ্গে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বিশ্বব্যাপী ক্রিকেটাররা আইপিএলে এতোটাই ঝুঁকে পড়েছে যে, জাতীয় দলের খেলাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এই টুর্নামেন্টে বর্তমানে আটটি দল খেলছে। আকাশচুম্বি জনপ্রিয়তা দেখে ম্যাচ বাড়ানোর লক্ষ্য দিয়েছে কর্তৃপক্ষ। অর্থাৎ আগামী মৌসুমে আরও দুই দল বাড়তে পারে বলে খবর। আর নতুন দল দুইটির মালিক খুঁজছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিসিআই জানিয়েছে, আইপিএলে দল কেনার পূর্ব শর্ত ১০ লাখ ভারতীয় রুপি দিয়ে আগে টেন্ডার কিনতে হবে। এরপরই টেন্ডার দানকারীদের মধ্যে বিড হবে। সেখান থেকেই দুই দলের মালিক নির্ধারণ হবে।
মঙ্গলবার এক প্রেস রিলিজে এমনটাই জানিয়েছে বিসিসিআই।
সেখানে বলা হয়েছে, ‘বিস্তারিত শর্তাবলিতে বিড করার প্রক্রিয়া বলা রয়েছে। এছাড়াও নতুন দলগুলোর স্বার্থ নিশ্চিত করা হয়েছে। আগ্রহী পক্ষকে ৫ই অক্টোবরের মধ্যে ১০ লাখ রুপি দিয়ে টেন্ডার কিনতে হবে।বিড করার প্রয়োজনীয় শর্তাবলি যারা পূরণ করতে পারবেন শুধুমাত্র তারাই বিড করতে পারবেন। তবে কোন ব্যক্তিবিশেষ বিড করতে পারবেন না।’
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়,নতুন দলের বেসপ্রাইস প্রায় ২ হাজার কোটি টাকা ধার্য করা হয়েছে। আগে নতুন দলের বেসপ্রাইস ধার্য করা হয়েছিল ১৭০০ কোটি টাকা। সেই মূল্য বাড়িয়ে এখন ২ হাজার কোটি টাকা করা হয়েছে।
যাদের বার্ষিক ৩ হাজার কোটি টাকা বা তারও বেশি আর্থিক লেনদেন হয় তারাই আইপিএলের দল কেনার জন্য বিডে অংশ নিতে পারবে।
দুই দল ঠিক হলে ২০২২ সালের আইপিএলে আহমেদাবাদ নামে একটি নতুন দল যোগ হবে। এছাড়া পুনে ও লখনৌয়ের মধ্য থেকে আরেকটি ফ্র্যাঞ্চাইজি থাকতে পারে। এর আগে রাইজিং পুনে সুপারজায়ান্ট নামে পুনেরই একটি দল আইপিএলে অংশ নিয়েছিল।