স্পোর্টস ডেস্কঃ ফুটবল ইতিহাসে হয়তো সবচেয়ে রোমাঞ্চকর দলবদল এবারই হলো। একই মৌসুমে দলবদল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। মাত্র কয়েক দিনের ব্যবধানে নিজেদের ঠিকানা বদলেছেন তারা।
বার্সেলোনায় দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছেদ করে পিএসজিতে যোগ দিলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। আর জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে গেলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
তিরিশোর্ধ্ব এই দুই ফুটবলার আরও কতদিন সেরাটা দিতে পারবেন সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।
৩৬ বছর বয়সী রোনালদো গত মৌসুমে ক্লাব ও ইউরোতে দেশের হয়ে মোট ৪৮ ম্যাচে ৪১টি গোল করেছেন। এই বয়সে এসেও গোলের জন্য তার যে ক্ষিপ্রতা যে কোনো তরুণ ফুটবলারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য যথেষ্ট।
পর্তুগিজ মহাতারকা দলে যোগ দেওয়ায় রেড ডেভিলসের শক্তি অনেকটাই বেড়েছে।
অপরদিকে গত সৌমুমে বার্সেলোনার পাশাপাশি কোপা আমেরিকায় আর্জেন্টিনার হয়ে ৫৪ ম্যাচে অংশ নিয়ে ৪২টি গোল করেন ৩৪ বছর বয়সী লিওনেল মেসি।
আর্জেন্টাইন সুপারস্টার পিএসজিতে যোগ দেওয়ায় এখন মেসি-নেইমারের যুগলবন্দিতে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে প্যারিসের ক্লাবটি।
ক্যারিয়ারের সায়াহ্নে এসেও লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো এখনো যে কোনো দলের কাছে অমূল্য সম্পদ।