জগন্নাথপুর প্রতিনিধি:: জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে মৎস্য আইন বাস্তবায়নে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ ২টি পোনা জাল, ১টি কারেন্ট জাল ও প্রায় ৫০০টি চাঁই উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহের নেতৃত্বে উপজেলার নলুয়ার হাওরে অভিযান চালিয়ে উল্লেখিত পোনা মাছ ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে মাছশিকারি জেলেরা পালিয়ে যায়। পরে উপজেলা পরিষদ চত্বরে এসব অবৈধ সরঞ্জামগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান, জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল্লাহসহ একদল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।