বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:৪৩ পূর্বাহ্ন

তাহিরপুরে দ্রুত দৃষ্টিনন্দন রিসোর্ট নির্মাণ হবে: পর্যটন সচিব

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ১৫৯ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তবর্তী ট্যাকেরঘাট এলাকায় বাংলাদেশ টুরিজম বোর্ডের উদ্যোগে টুরিজমের নির্ধারিত স্থানে দ্রুত দৃষ্টিনন্দন রিসোর্ট নির্মাণ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন।

শুক্রবার দুপুরে পর্যটন স্পট ট্যাকেরঘাটের রিসোর্টের নির্দারিত জায়গা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন- পাবলিক সার্ভিস কমিশন সচিবালয়ের সচিব মোছা. আছিয়া খাতুন, বাংলাদেশ টুরিজম বোর্ডের সচিব প্রধান নির্বাহী কর্মকর্তা জাভেদ আহমেদ, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. হান্নান মিয়া, সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির, উপজেলা সহকারী কমিশনার ভুমি মো. আলা উদ্দিন, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার, উপজেলা প্রকৌশলী ইকবাল কবির প্রমুখ।

অপরদিকে টাঙ্গুয়া হাওর, বারেকটিলা, শহিদ সিরাজ লেক (নিলাদ্রী লেক) পরিদর্শন শেষে সামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ-১ আসনের সাংসদ ইন্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

এসময় উপস্থিত ছিলেন- তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খান, সহ সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার, সাধারণ সম্পাদক অমল কান্তি কর প্রমুখ।

সুত্রঃ সিলেটভিউ

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ