স্পোর্টস ডেস্কঃ তালেবানরা আফগানিস্তান পুরো দখল করে নেয়ার প্রাক্কালে বিশ্ব নেতাদের প্রতি নিজের দেশ রক্ষার আহ্বান জানিয়েছিলেন রশিদ খানরা। তাদের শঙ্কা ছিল তালেবানরা আসলে তাদের ক্রিকেট বন্ধ হয়ে যাবে। কিন্তু তালিবানরা কাবুল দখল করে নেয়ার পরও তাদের ক্রিকেটের ওপর হস্তক্ষেপ করেনি।
ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলার জন্য আফগান ক্রিকেটাররা সুযোগ পাচ্ছেন নানান দেশে। এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার সুযোগ পেলেন আরও তিন আফগান ক্রিকেটার। তারা হলেন কাইস আহমেদ, নাভিন-উল হক এবং ওয়াকার সালামখেইল।
কাইস আহমেদ খেলবেন জ্যামাইকা তালাওয়াহসে। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সে খেলবেন নাভিন উল হক এবং ওয়াকার সালামখেইল দুজনই। জ্যামাইকা তালাওয়াহস এবং বার্বাডোজ রয়্যালস আরও দুই আফগান ক্রিকেটারকে ড্রাফটে রেখেছিল গত মে মাসে। তারা দু’জন হলেন ইব্রাহিম জাদরান এবং শফিকুল্লাহ গাফারি। তবে শেষ পর্যন্ত তাদের দু’জনকে আর নেয়া হয়নি দলে।
আগামী সিপিএলে খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ক্রিস মরিস, অ্যানরিখ নর্তজে এবং রাশি ফন ডার সার। এছাড়া শ্রীলঙ্কান ক্রিকেটার ওয়ানিদ হাসারাঙ্গাও খেলতে পারবেন না বলে জানানো হয়েছে।