দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের রাজাই গ্রামের এক আদিবাসী তরুণী (২১) ধর্ষণের শিকার হয়েছেন। নিজ বসতঘরের অদূরে পাহাড়ি ছড়ায় গোসল করতে গেলে এই ধর্ষণের ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার সকালে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ভারত সীমান্তবর্তী রাজাই গ্রামের এক আদিবাসী তরুণী নিজ বসতঘরের অদূরে রাজাই পাহাড়ি ছড়ায় (নালায়) গোসল করতে যায়। পরে একই গ্রামের আবুল কালামের ছেলে রাশিদ মিয়াও (৪০) সেখানে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে রাশিদ মিয়া ওই আদিবাসী তরুণীকে কু-প্রস্তাব দেয়। কিন্তু প্রস্তাবে রাজি না হওয়ায় আদিবাসী ওই তরুণীকে ছড়ার পাশেই জোরপূর্বক ধর্ষণ করে রাশিদ মিয়া। এসময় প্রচুর বৃষ্টিপাত থাকায় ওই তরুণী চিৎকার চেঁচামেচি করলেও তার আত্মচিৎকার কেউ শুনতে পায়নি।
বাড়ি ফিরে ধর্ষণের ঘটনাটি পরিবারকে জানায় ওই তরুণী। পরে পরিবার বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশকে জানায়।
বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম বলেন, ঘটনাটি সকালে ইউপি সদস্য শুষমা জাম্বিল আমাকে জানিয়েছেন। আমি ভিকটিম পরিবারকে পরামর্শ দিয়েছি বিষয়টি পুলিশকে জানানোর জন্য।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ তরফদার বলেন, এমন একটি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সুত্রঃ সিলেটভয়েস