সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৬:২৪ পূর্বাহ্ন

দেশে আগেকার দিনের অভাব অনটন এখন আর নেই: পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ২৬৯ বার
স্টাফ রিপোর্টার:: গণপ্রজাতন্ত্রী  বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি বলেছেন, দেশে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের জোয়ার বইছে। সবাইকে ছাড়িয়ে সবকিছুতেই এগিয়ে যাচ্ছে দেশ৷ দেশে এখন আগেকার দিনের অভাব অনটন আর নেই। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে  দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে দেশ।
তিনি বলেন, আমি হাওরের সন্তান, বেশিদিন ঢাকা থাকতে পারিনা, সময় সুযোগ হলেই আপনাদের কাছে ছুটে আসি। সরকারের একজন মন্ত্রী হিসেবে শুধু নিজ জেলা সুনামগঞ্জের জন্য নয় আমি পুরো দেশের জন্যই কাজ করছি। মনে পড়ে একসময় আমাদের সুনামগঞ্জেও কোন কিছুই ছিলনা৷ এখন আমাদের ঘরে ঘরে টিউবওয়েল, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন আছে। মানুষের ঘরে খাবার আছে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নজর থাকায় আমরা সুনামগঞ্জে বঙ্গবন্ধু মেডিকেল, টেক্সটাইল ইন্সটিটিউট, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রেললাইন পেয়েছি।  এসব কিছু শেখ হাসিনার অবদান। তাঁর কাছে দেশের সব মানুষ সমান, আমাদের ঐক্যবদ্বভাবে সকল প্রতিকুলতাকে জয় করতে হবে। সবাইকে সাথে নিয়েই এগিয়ে যেতে চাই আমরা।
শুক্রবার(১৩ আগস্ট) সন্ধ্যায় শান্তিগঞ্জ উপজেলার নামকরণ হওয়ায় করোনাকালীন সময়ে সীমিত পরিসরে শান্তিগঞ্জ ছাত্রলীগের  উদ্যোগে পরিকল্পনামন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।
উপজেলা ছাত্রলীগের সভাপতি রয়েল আহমদের সভাপতিত্বে  ও সাধারণ  সম্পাদক  ইমরান হোসেন তালুকদারের সঞ্চালনায় বক্তব্য  রাখেন , জেলা ছাত্রলীগের  সাবেক সাংগঠনিক  সম্পাদক  কামরুল ইসলাম  শিপন, সাবেক যুগ্ম আহবায়ক মুনসুর আলম সুজন, যুগ্ম সাধারণ  সম্পাদক  জাহিদুল ইসলাম, সালেহ আহমদ, সাংগঠনিক  সম্পাদক সমীরণ দাস সুবির, পূর্ব পাগলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রেজা, দরগাপাশা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি  রুমান, শিমুলবাক ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ  সম্পাদক  আলী আহমদ, পাথারিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু।
এসময় উপস্থিত  ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, এসিল্যাড সকিনা আক্তার, ওসি কাজী মোক্তাদির হোসেন , উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক  সম্পাদক  আব্দুল বাছিত সুজন, আওয়ামীলীগ নেতা আসাদুর রহমান আসাদ, নিজাম উদ্দিন, শাহিন মিয়া, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম মইনুল, উপজেলা ছাত্রলীগের  সহ-সভাপতি  আল মাহমুদ সুহেল, সহ-সম্পাদক দিলিপ দাস, মিজানুর রহমান  মিজান, ধর্মবিষয়ক সম্পাদক শাহনুর আহমদ সুলতান  ইউনিয়ন  ছাত্রলীগের  সভাপতি আবুল সালেহ, পূর্ব পাগলা  ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আদনান ও ছাত্রলীগ নেতা হৃদয় প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ