বিনোদন ডেস্কঃ অভিনেত্রী, উপস্থাপক ও গায়িকা জিনাত শানু স্বাগতা সম্প্রতি করোনাভাইরাসের টিকা নিয়ে বিড়ম্বনায় পড়েছিলেন। এ নিয়ে বেশ কিছুদিন অসুস্থও ছিলেন বলে যুগান্তরকে জানিয়েছেন এই অভিনেত্রী।
জানা গেছে, এক সপ্তাহ আগে করোনাভাইরাসের টিকা নেওয়ার পর কয়েক ঘণ্টা তার জ্বর থাকে। সেটা এতই তীব্র হয় যে, তিনি মাথা ঘুরে পড়ে যান। এতে মাথায় আঘাত পান তিনি। যে কারণে সব কাজ-কর্ম বন্ধ করে দিয়ে বিশ্রামে থাকেন বাসায়। আকস্মিক এ অসুস্থতার কারণে তার পূর্বনির্ধারিত কিছু কাজ বাতিল করতে হয়েছিল।
এ প্রসঙ্গে স্বাগতা বলেন, করোনা টিকার প্রভাবে যে এতকিছু ঘটবে আমার ওপর দিয়ে তা একটুও অনুমান করতে পারিনি। যদিও আমার জ্বর আসে হঠাৎ। আর জ্বর হলে সেটির তীব্রতা থাকে বেশি।
যাই হোক, সবার শুভকামনায় এখন প্রায় সুস্থই আছি বলা যায়। চলতি মাস থেকেই নাটকের শুটিং শুরু করব। এছাড়া বাংলাদেশ বেতারের উপস্থাপনার কাজটিও শুরু করতে চাই। যদিও চিকিৎসক আমাকে আরও কিছুদিন বিশ্রামে থাকতে বলেছেন।
এদিকে ওয়েব সিরিজে অভিনয়ের বিষয়ে কথা চলছে তার। নাটকের পাশাপাশি ছবিতেও অভিনয় করেন স্বাগতা। তার অভিনীত তিনটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। এগুলো হলো- নুরুল আলম আতিকের পরিচালনায় ‘মানুষের বাগান’ ও ‘লাল মোরগের ঝুটি’ এবং গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় ‘পাপপুণ্য’।