বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৮:২৪ পূর্বাহ্ন

জেলার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক মৃদুল চন্দ্র ও প্রতিষ্ঠান পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৮ জুলাই, ২০১৮
  • ৪৮১ বার

এন.এ নাহিদ- দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি:: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮’য় জেলার শ্রেষ্ঠ স্কাউট গ্রুপের সম্মান অর্জন করেছে ও সম্প্রতি জাতীয়করণের তালিকায় নাম লেখানো দক্ষিণ সুনামগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পাগলা সরকারি মডেল হাইস্কল এন্ড কলেজ। শ্রেষ্ঠ স্কাউট শিক্ষকও হয়েছেন এই প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্কাউটের সম্পাদক মৃদুল চন্দ্র তালুকদার।

রবিবার সকালে জেলা শিক্ষা কার্যালয়ে শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যক্তিগত অর্জনের জন্য মৃদুল চন্দ্র তালুকদারের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের এই কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য উচ্ছাসিত প্রতিষ্ঠান প্রধান সৈয়দ রমিজ উদ্দিন।

সৈয়দ রমিজ উদ্দিন বলেন, ‘আমরা জেলায় স্কাউটে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছি, এটা অবশ্যই আমাদের জন্য অনেক আনন্দের। আমাদের প্রতিষ্ঠানের মৃদুল চন্দ্র তালুকদার জেলার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন সেটা আরো আনন্দের। জেলা পর্যায়ে তাঁর অনেক সুনাম আছে। একজন ভালো স্কাউটার তিনি, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাঁকে অভিনন্দন। সেই সাথে যাঁরা আমার প্রতিষ্ঠান ও শিক্ষককে শ্রেষ্ঠ নির্বাচন করেছেন তাঁদেরকেও অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে আমাদের এই ধারা অব্যাহত রাখার চেষ্টা করবো।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ