দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ১৪ কেজি ২শ গ্রাম ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। সোমবার ভোরে দৌলতদিয়ার ৭নং ফেরিঘাটের ১ কিলোমিটার ভাটিতে ছাত্তার মেম্বারেরপাড়া এলাকায় মানিকগঞ্জের জাফরগঞ্জের জেলে সদেব হালদারের জালে মাছটি ধরা পড়ে।
সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া বাজারের মোহন মণ্ডলের আড়তে আনা হলে নিলামে সর্বোচ্চ দাম দিয়ে মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ মাছটি ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে ২০ হাজার ৫৯০ টাকায় কিনে নেন। পরবর্তীতে তিনি বিভিন্ন স্থানে মোবাইলে যোগাযোগ করে বিকালে ঢাকার এক ধনাঢ্য ব্যবসায়ীর কাছে ১ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ২১ হাজার ৩০০ টাকায় বিক্রি করে বিশেষ ব্যবস্থায় পাঠিয়ে দেন।
এ সময় মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, পদ্মার মাছের প্রচুর চাহিদা। সেজন্য কাতলটি খুব বড় সাইজের না হলেও এর দাম চড়া।
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, এখন বর্ষা মৌসুম। এ মৌসুমে পদ্মা নদীতে বড় বড় বাঘাইড়, চিতল, বোয়াল, কাতল, রুই, পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির মিঠাপানির মাছ পাওয়া যাচ্ছে। এতে জেলে ও ব্যবসায়ীরা খুব খুশি।