সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৩৫ পূর্বাহ্ন

গত ম্যাচে পারিনি, মনে রেখেছিলাম সুযোগ পেলে শেষ করে আসব : শামীম

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ১৬৫ বার

স্পোর্টস ডেস্কঃ আকবর আলী, তানজিব তামিম, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়ের সাথে তিনিও ছিলেন বিশ্বজয়ী যুব দলে। তাদের সাথে বোলারদের মধ্যে ছিলেন শরিফুল ইসলাম, তানজিম সাকিব আর রাকিবুল হাসান।

এই ৭-৮ জনের বহরে সবার আগে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন বাঁহাতি দ্রুতগতির বোলার শরিফুল। নিজের মেধা ও যোগ্যতার পরিচয় দিয়ে ধীরে ধীরে তিন ফরম্যাটের দলেই জায়গা করে নিচ্ছেন তিনি।

 

 

এবার বিশ্বজযী যুব দলের আরেক সদস্য শামীম হোসেন পাটোয়ারী আন্তর্জাতিক ক্রিকেটে তারকা হয়ে ওঠার অপেক্ষায়। টি-টোয়েন্টি ফরম্যাটে ফিনিশার ভেবেই এ ছোটখাটো গড়নের সুঠামদেহী তেজোদ্দীপ্ত তরুণকে দলে নিয়েছেন নির্বাচকরা।

জিম্বাবুয়ে সফরের দ্বিতীয় টি-টোয়েন্টিতে এসে অভিষেক হয়েছে শামীমের। প্রথম ম্যাচেই শেষ দিকে ১৩ বলে ২৯ রানের এক ঝড়ো ইনিংস খেলে নিজের জাত চেনান। যদিও ফিনিশিংটা করে আসতে পারেননি। জেতেনি দলও।

 

তবে ৪৮ ঘন্টা না যেতেই আজ (রোববার) হারারে স্পোর্টস ক্লাব মাঠে সত্যিই ফিনিশারের ভূমিকায় শামীম পাটোয়ারী। ওপেনার সৌম্য সরকার, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আর অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ মিলে দলকে জয়ের পথে অনেকদূর এগিয়ে দিয়েছিলেন।

তবে সবচেয়ে কঠিন সময়ে স্নায়ু ধরে রাখা মারকুটে ব্যাটিংয়ের চ্যালেঞ্জিং দায়িত্বটা পালন করেছেন শামীমই। একদম শেষ পর্যন্ত খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন চাঁদপুরের এ ২০ বছরের যুবা।

ব্যাটিংয়ের সময় কী ছিল তার মনে? দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পেরে কেমন লাগছে? নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শামীম বলেন, ‘গত ম্যাচে শেষ করতে পারিনি। তাই মনে রেখেছিলাম, সুযোগ পেলে আমার লক্ষ্য থাকবে ম্যাচ শেষ করে আসার। আল্লাহর রহমতে অনেক ভালো লাগছে যে সেই সুযোগটা পেয়ে সফলও হয়েছি।’

সবে যুবদল (অনূর্ধ্ব-১৯) থেকে জাতীয় দলে। এর মধ্যে ঘরোয়া ক্রিকেটেও অংশ নিয়েছেন। এবারের লিগে আর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি আসরেও শেষ দিকে ‘ক্লিন হিটার’-এর ভূমিকায় দেখা গেছে তাকে।

jagonews24

তারপরও শামীমের উপলব্ধি, আন্তর্জাতিক ক্রিকেট অনেক কঠিন। সেটা স্বীকারও করে নিলেন। তরুণ এই অলরাউন্ডার বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে অনেক কঠিন। এতদিন অনূর্ধ্ব-১৯ বা ক্লাব ক্রিকেট খেলেছি। তার চেয়ে আন্তর্জাতিক অনেক কঠিন তা বুঝতে পেরেছি এখানে এসে।

শামীম যোগ করেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে খারাপ বল কম পাওয়া যায়। বেশিরভাগ সময়ই ভালো বল আসে, সেগুলোই সাহস করে মারতে হয়। দায়িত্ব নিয়ে খেলতে হয়।’

শামীম জানান, সৌম্য সরকার আর অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটিংয়ের সময়ই তার মনে হচ্ছিল দল জিতে যাবে। তিনি বলেন, ‘যখন সৌম্য-রিয়াদ ভাই ব্যাটিং করছিলেন, তখন সব পজিটিভ ছিল আমাদের দিকে। আমি যখন ড্রেসিংরুমে খেলা দেখছিলাম, তখন মনে হচ্ছিল যে আজ জিতব। যেভাবেই হোক আমরা জিতব, ইনশাআল্লাহ।’

অধিনায়ক রিয়াদ তাকে বলেছিলেন ওভারপিছু ১০ রান করে নিতে। আর সেটা করতে প্রতি ওভারে একটি চার না হয় ছক্কা হাঁকালেই হয়ে যাবে। সে পরামর্শ মেনেই খেলেছেন শামীম।

বাঁহাতি এই ব্যাটসম্যান বলেন, ‘রিয়াদ ভাই আমাকে বলছিল যে ওভারে ১০ করে আসলে ম্যাচটা সহজে চলে আসবে। একটা বাউন্ডারি বা একটা সিক্স আসলেই হবে। আমি সেই পরিকল্পনা ধরে খেলেছি।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ