স্পোর্টস ডেস্কঃ টোকিও অলিম্পিকে ম্যাটে নামলেই অনন্য এক কীর্তি গড়বেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা।
চারটি অলিম্পিকে নামার রেকর্ড গড়বেন তিনি।
আগামীকাল (রোববার) অলিম্পিকে নারী দ্বৈত বিভাগে ইউক্রেনের বিপক্ষে মাঠে নামবেন সানিয়া।
এরইসঙ্গে ভারতের প্রথম মহিলা অ্যাথলেট হিসেবে অলিম্পিকের রেকর্ডবুকে নিজের নাম লেখাবেন।
এই রেকর্ড গড়ার বিষয়ে কিছুদিন আগে আনন্দবাজার পত্রিকাকে নিজের প্রতিক্রিয়া জানিয়েছিলেন সানিয়া মির্জা।
তিনি বলেছিলেন, ‘চারটা অলিম্পিকে নামার কথা কেউই ভাবতে পারে না। যখন খেলা শুরু করেছিলাম, তখন এই রেকর্ডের কথা ভাবনাতেও আসেনি। আসলে এটা সাধারণ কোনো অর্জন নয়। সহজ কিছু নয় আদৌ। আমার ক্ষেত্রে বিষয়টা আরও বেশি কঠিন ছিল। ছেলে ইজহান জন্ম নেওয়ার পর আমার জীবনযাত্রাই পাল্টে গেছে। আর মাঠে ফিরতে পারব কিনা শঙ্কায় পড়েছিলাম। আমি জানতামই না আবার কবে কোর্টে নামতে পারব। আর এখন অলিম্পিকে যাচ্ছি।’
সন্তান জন্মদানের পর টোকিও অলিম্পিকে খেলার কথা কল্পনাতেও ছিল না বলে জানান সানিয়া মির্জা।
টেনিসের ভারতীয় সুন্দরী বলেছিলেন, ‘তবে হ্যাঁ আবার কোর্টে ফিরব এই আত্মবিশ্বাসটা ছিল আমার। কিন্তু অলিম্পিকে খেলার কথা তখন মাথাতে আনিনি। এইতো কয়েক মাস আগে যখন অনুশীলন শুরু করলাম, তখনও অলিম্পিক নিয়ে ভাবিনি। কিন্তু তারপর যত দিন এগিয়েছে, তত মনে হয়েছে পারব। সেটাই পারলাম।’