ডিএমপির গণমাধ্যম ও গণসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম জানান, পরিকল্পনামন্ত্রীর ফোন ছিনতাইয়ের ঘটনায় চক্রটির সন্ধান পেয়েছে পুলিশ। বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনে জানানো হবে। দুপুরের পর ডিএমপির মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলন হবে। ঢাকা মহানগর পুলিশ তাঁর আইফোনটি উদ্ধার করেছে বলেও জানান তিনি।
এর আগে ৩১ মে পরিকল্পনা মন্ত্রণালয় থেকে বের হয়ে বিজয় সরণির ট্রাফিক সিগন্যালের যানজটে আটকা পড়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে বহনকারী গাড়িটি। তখন গাড়ির গ্লাস খুলে মুঠোফোনে কথা বলছিলেন মন্ত্রী।
এ সময় হঠাৎ এক ছিনতাইকারী ছোঁ মেরে মুঠোফোনটি ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনার পরপরই পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী কাফরুল থানায় একটি মামলা করেন। এ ঘটনার ৫০ দিন পর ফোনটি উদ্ধার করা সম্ভব হলো।