রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৫৯ অপরাহ্ন

দক্ষিণ সুনামগঞ্জে ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামাররা

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ১৮৩ বার
স্টাফ রিপোর্টারঃ দরজায় কড়া নাড়ছে ঈদ-উল আযহা। ঈদ-উল আযহায় অন্যতম কাজ হচ্ছে আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের আশায় কুরবানি করা। ঈদকে সামনে রেখে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় কামার পল্লীগুলোতে পশু জবাইের সরঞ্জাম তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কামার শিল্পের কারিগররা।
কয়লার আগুনে পুড়িয়ে পিঠিয়ে তৈরী করছে বিভিন্ন ধরনের ধারালো সামগ্রী। কিছুটা হলেও এ পেশায় আধুনিকায়নের ছোয়া লেগেছে। গত বছরের তুলনায় এবার দাম একটু বেশি হবে বলে জানিয়েছেন কারিগররা।
তারা তৈরী করছে দা, বটি, ছুড়িসহ পশু জাবাই করার নানান সামগ্রী। পশু জবাইয়ের জন্য প্রয়োজন পড়ে নানা রকমের সরঞ্জাম। পশু জবাই থেকে শুরু করে মাংস সংগ্রহ করা পর্যন্ত প্রযয়োজন হয় নানা সরঞ্জামের। এজন্য কারিগরা তৈরী করছে পশু জবাই করার সামগ্রী।
শনিবার(১৭ জুলাই) উপজেলার বিভিন্ন বাজার ঘুরে কামাররা ব্যস্ত সময় পার করছেন এমন চিত্র দেখা গেছে।
দক্ষিণ সুনামগঞ্জের শান্তিগঞ্জ বাজারের কারিগর ইরা লাল দে’র সাথে কথা হলে তিনি জানান-করোনা ভাইরাসের কারণে এতদিন তো লকডাউনই ছিলো, আমরা তখন অলস সময় কাটিয়েছিলাম, তবে ঈদ কে সামনে রেখে এখন আমরা খুব ব্যস্ত সময় পার করছি। ঈদে আমাদের অনেক বিক্রি হয়। সারা বছর আমরা যা বিক্রি করি ঈদে তা এর অর্থেক বিক্রি করতে পারি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ