স্পোর্টস ডেস্কঃ প্রথম ওয়ানডে মাঠে গড়ানোর পুরোপুরি ২৪ ঘণ্টাও বাকি না থাকতেও আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেনি জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
যা নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।
বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ বিষয়ে তামিম বলেছিলেন, ‘ম্যাচের এখনো ২৪ ঘণ্টাও বাকি নেই কিন্তু প্রতিপক্ষ সম্পর্কে আমরা কিছুই জানি না। সাধারণত এই সময় টিম মিটিং হয়, ব্যাটিং মিটিং হয়, বোলিং মিটিং হয়। যদি আপনি দলই না জানেন, তাদের নিয়ে মিটিং করবেন কি করে? আমি আসলে জানি না। এটা আমাকে বিস্মিত করেছে।’
তামিমের এমন বক্তব্যের কয়েক ঘণ্টা পেরুনোর পর অবশেষে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে।
১৬ সদস্যের দলে সুযোগ পেয়েছেন তিন নতুন মুখ- তাডিওয়ানাশে মারুমানি, ডিয়ন মায়ার্স ও মিল্টন শুমবা।
করোনা জটিলতায় টেস্টে অনুপস্থিত থাকা দলের দুই তারকা শেন উইলিয়ামস ও ক্রেইগ আরভিনকে রাখা হয়নি ওয়ানডে সিরিজেও।
তাই শেন উইলিয়ামসের অনুপস্থিতিতে ওয়ানডে সিরিজেও অধিনায়কত্ব করবেন ব্রেন্ডন টেলর। দলে যোগ দিয়েছেন সিকান্দার রাজা।
বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের ওয়ানডে স্কোয়াড
ব্রেন্ডন টেলর (অধিনায়ক), রায়ান বার্ল, রেজিস চাকাবা, টেন্ডাই চাতারা, লুক জংওয়ে, তিনাশে কামুনহুকাময়ে, ওয়েসলি ম্যাডভেরে, টিমিসেন মারুমা, তাডিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়ার্স, রিচার্ড নাগারাবা, সিকান্দার রাজা, মিল্টন শুমবা ও ডোনাল্ড তিরিপানো।