সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৮:১৪ পূর্বাহ্ন

দক্ষিণ সুনামগঞ্জে চিরনিদ্রায় শায়িত এডভোকেট ভাষা 

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ২৫৮ বার
স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের নুতন প্রজন্মের মেয়েদের সবচেয়ে সম্ভাবনাময় উজ্জ্বল নক্ষত্রটি খসে পড়লো আজ। সবাইকে চোখের জলে ভাসিয়ে বাদ জোহর এ পৃথিবীকে বিদায় জানিয়ে পরপারে পাড়ি জমালেন এডভোকেট কানিজ রেহনুমা রব্বানী ভাষা।

তিনি ছিলেন সবার কাছে প্রিয় মুখ। সুনামগঞ্জের তরুণ প্রজন্মের কাছে সম্ভবনাময় একটি নাম। এ বয়সেই রাজনীতি, সমাজনীতি, লেখালেখিতে সমান তালে এগিয়ে যাচ্ছিলেন। কে জানতো ৩৪ বছর বয়সেই থেকে যাবে তার এগিয়ে যাওয়া!

ভাষা ছিলেন সুনামগঞ্জের কিংবদন্তি ছাত্রনেতা প্রয়াত মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী ও সিলেট-মোলভীবার সংর‌ক্ষিত আস‌নের সা‌বেক ম‌হিলা সাংসদ, সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদাল‌তের পি‌পি অ্যাডভোকেট সামছুন নাহার বেগম (শাহানা রব্বানী)র বড় মে‌য়ে ও সুনামগঞ্জ জেলা ছাত্রলী‌গের সা‌বেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় যুবলী‌গের উপ-সংস্কৃ‌তি বিষয়ক সম্পাদক ফজ‌লে রাব্বী স্মরণের বড় বোন কা‌নিজ রেহনুমা রব্বানী ভাষা। ব্যক্তিগত জীবনে ভাষা ছিলেন বিবাহিত, তাঁর স্বামীর নাম খন্দকার মুদাচ্ছির বিন আলী। যিনি বর্তমানে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত।

এডভোকেট ভাষার মৃত্যুতে তাঁর নিজ উপজেলা দক্ষিণ সুনামগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার বিকাল ২টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের নিজ গ্রাম উজানীগাঁও ঈদগাহের মাঠে তাহার জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ