দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে অনুষ্ঠেয় দুই দিনের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিচ্ছে বাংলাদেশ। ওই সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। সেই লক্ষ্যে বুধবার (১৪ জুলাই) ভোরে তাসখন্দের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশের প্রতিনিধি দলটি।
উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিইয়োইয়েভের উদ্যোগে মধ্য ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সংযুক্তির সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
১৫ ও ১৬ জুলাই অনুষ্ঠেয় দুই দিনের সম্মেলনে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, পাকিস্তান এবং ইইউসহ বিশ্বের অন্তত ৪০টি দেশ ও জোটের সরকার ও রাষ্ট্রপ্রধানরা অংশ নেবেন।
সম্মেলনে যোগ দেয়ার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানান, মধ্য ও দক্ষিণ এশিয়ার কানেকটিভিটি সম্মেলনে যোগ দিতেই এ সফর। ওই সম্মেলনের ফাঁকে উজবেকিস্তানসহ আরও কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাত হতে পারে।
সফর শেষে বাংলাদেশের প্রতিনিধি দল দেশে ফিরবে আগামী ১৯ জুলাই।