স্পোর্টস ডেস্কঃ হাঁটুর ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারেননি দেশ সেরা ওপেনার তামিম ইকবাল।
তবে তামিমের ঘাটতি বুঝতে দেননি মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, সাদমান ইসলাম অনিক ও নাজমুল হোসেন শান্তরা। তাদের ব্যাটে-বলের পারফরম্যান্সে জিম্বাবুয়েকে হারারে টেস্টে ২২০ রানে পরাজিত করে টাইগাররা।
চোটের কারণে টেস্টে না খেলতে পারলেও জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলবেন তামিম।
বিষয়টি নিশ্চিত করে টাইগারদের টিম লিডার আহমেদ সাজ্জাদুল আলম ববি জিম্বাবুয়ে থেকে ফোনে দেশের একটি অনলাইন পোর্টালকে জানিয়েছেন, সে এখনও শতভাগ ফিট নয়। তারপরও আশা করা যাচ্ছে, তামিম ওয়ানডেতে খেলবে।
১৬ জুলাই প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ দল। ওয়ানডের স্পেশালিস্ট ক্রিকেটাররা হারারে গিয়ে পৌঁছেছেন। সোমবার সবাই প্র্যাকটিস করেছেন।