স্পোর্টস ডেস্কঃ প্রায় ১৬ মাস পর সাদা জার্সির দলে প্রত্যাবর্তন করেই ক্যারিয়ারসেরা দেড়শ রানের ইনিংস খেললেন বাংলাদেশের ‘দ্য পিলার’খ্যাত তারকা মাহমুদউল্লাহ রিয়াদ।
বিষয়টি নিয়ে দেশের ক্রিকেটভক্তরা যখন তাকে অভিনন্দন জানাচ্ছেন, তখনই সবাইকে বিস্মিত করে দেওয়ার মতো এক গুঞ্জন ভেসে এলো সুদূর জিম্বাবুয়ে থেকে।
টেস্টের অভিজাত ফরম্যাট থেকে অবসরে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এমন খবরে বিস্মিত ও হতাশ হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হক পাপন।
মাহমুদউল্লাহর এমন সিদ্ধান্ত নেওয়ার কথা নয় বলে জানান বিসিবি বস। যদিও তখন পর্যন্ত বিষয়টি ড্রেসিংরুমের গুঞ্জন ছিল।
আনুষ্ঠানিকভাবে এখন অবধি অবসরের ঘোষণাও দেননি মাহমুদউল্লাহ। তবে মাহমুদুল্লাহর অবসর গুঞ্জনে পালে হাওয়া দিয়েছে হারারে টেস্টের পঞ্চম দিনের ঘটনা।
মাঠে নামার আগে তাকে গার্ড অব অনার দিয়েছেন সতীর্থরা। এ দৃশ্য দেখার পর আর গুঞ্জনে আবদ্ধ থাকল না বিষয়টি।
মাহমুদউল্লাহ তার শেষ টেস্ট খেলছেন— এটিই বোঝা যাচ্ছে।
এদিকে সূত্রের খবর, অবশ্য টেস্ট থেকে অবসরের ইচ্ছের কথা বিসিবিকে আভাস দিয়েছিলেন মাহমুদউল্লাহ। গত শুক্রবার জিম্বাবুয়ের স্থানীয় সময় সকালে টিম মিটিংয়ে ম্যানেজমেন্টকে মাহমুদউল্লাহ নিজের এ ইচ্ছের কথা জানান।
যদিও এ নিয়ে গণমাধ্যমে কোনো খবর প্রকাশ হয়নি।
এখন সবার অপেক্ষার পালা— অবসরের কথাটি মাহমুদউল্লাহর মুখ থেকে শোনার।
ভিডিওতে দেখুন সেই দৃশ্য –
৫০ টেস্টের ক্যারিয়ারে (চলতি হারারে টেস্ট সহ) ৩৩.৪৯ গড়ে মাহমুদউল্লাহ রান করেছেন ২৯১৪। সেঞ্চুরি ৫টি ও ফিফটি ১৬টি। বল হাতে নিয়েছেন ৪৩ উইকেট।