বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৮:১৮ অপরাহ্ন

পরিকল্পনামন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণ

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ১৯৬ বার
স্টাফ রিপোর্টার::
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপির স্বেচ্ছাধীন তহবিল থেকে  দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় করোনাকালীন ও বন্যার্থ হতদরিদ্র ও অসহায় দু:স্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শনিবার(১০ জুলাই) দিনব্যাপী উপজেলার পূর্ব বীরগাঁও, পূর্ব পাগলা ও দরগাপা ইউনিয়নের করোনাকালীন ও বন্যার্থ হতদরিদ্র ও অসহায় দু:স্থদের মাঝে নগদ ১ হাজার টাকা করে এ নগদ অর্থ বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার ৮টি ইউনিয়নের ৫ শত ৩২টি পরিবারের মাঝে নগদ এক হাজার টাকা করে এসব অর্থ বিতরণ করা হয়।
দিনব্যাপী নগদ অর্থ বিতরণ কালে উপস্থিত ছিলেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. আনোয়ার উজ জামান, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব  হাসনাত হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মোক্তাদির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান নুর কালাম, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান মো. আক্তার হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন ও দরগাপাউ
দরগাপাশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আবু খালেদ চৌধুরী রুবেল প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ