সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৪৩ পূর্বাহ্ন

নবম উইকেট জুটিতে মাহমুদউল্লাহ-তাসকিনের ইতিহাস

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ১৭২ বার

স্পোর্টস ডেস্কঃ প্রথম ইনিংসে রান যতটা সম্ভব বাড়িয়ে নেওয়া যায় সেই আশায় দলের অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান মাহমুদউল্লাহর দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ।

হারারের এই উইকেটে ৩২০ রানও খুব বড় সংগ্রহ নয় বলে মনে করেন টাইগারদের নতুন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স।

বুধবার ম্যাচের প্রথম দিনের খেলা শেষে প্রিন্স বলেছিলেন, ১০ ও ১১ নম্বর ব্যাটসম্যান ক্রিজে থাকা বিশেষজ্ঞ ব্যাটসম্যানকে যতটা সঙ্গ দেবে বাংলাদেশের জন্য ততটাই ভালো হবে। দুই দল ব্যাটিং করার আগে কোনো পিচে কত রান ভালো, সেটা কেউ জানে না। তাই ২৯০ থেকে ৩২০ রানকে আমরা ভালো সংগ্রহ হিসেবে ধরে নিতে পারি না। বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো হবে, যত বেশি সম্ভব রান করা।

আর প্রিন্সের সেই কথা যেন হৃদয়ে গেঁথে নিয়েছেন দুই অপরাজিত ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ ও তাসকিন আহমেদ।

৮ উইকেট হারিয়ে ২৯৪ রানে প্রথম দিন শেষ করেছিল। মাহমুদউল্লাহ ৫৩ ও তাসকিন ১১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেন।

সেখান থেকে ১০৭ ওভার শেষে এ জুটির সংগ্রহে স্কোরবোর্ডে এখন রান ৪৬১! অর্থাৎ মাহমুদউল্লাহ-তাসকিন জুটি দ্বিতীয় দিনে সংগ্রহ করেছে ১৬৭ রান। গতকালের ২৪ রানসহ এ জুটির সংগ্রহ ১৯১ রান। ইতিহাস গড়লেন মাহমুদউল্লাহ-তাসকিন। নবম উইকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের জুটি গড়েছেন তারা।

এর আগের রেকর্ডেও নাম জুড়ে ছিল মাহমুদউল্লাহর। ৯ বছর আগে নবম উইকেটে আবুল হাসান রাজুর সঙ্গে জুটি বেধে ১৮৪ রান যোগ করেছিলেন মাহমুদউল্লাহ।

২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গড়া সে জুটিটি ছিল বাংলাদেশের টেস্ট ইতিহাসে নবম উইকেটে সর্বোচ্চ।

৯ বছর পর সেই রেকর্ড ভাঙলেন সেই মাহমুদউল্লাহই। এবার পেসার তাসকিনকে নিয়ে।

একটা সময় ১৩২ রানে ৬ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে তুলে নিয়ে আসেন লিটন দাস ও মাহমুদউল্লাহ। ৫ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন লিটন। নার্ভাস নাইনটির বলি হন তিনি। লিটন ফেরার পর দ্রুত ২ উইকেট হারায় বাংলাদেশ। ২৭০ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে  চাপে পড়ে যায় টাইগাররা।

এরপর ফের বাংলাদেশের ত্রাতা হয়ে ২২ গজে আসেন তাসকিন আহমেদ। দলের ১০ নম্বর ব্যাটসম্যান হিসাবে মাঠে নামেন। লিটন নার্ভাস নাইনটির বলি হলেও ঠিকই ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন মাহমুদউল্লাহ।

ওদিকে মাহমুদউল্লাহেক যোগ্য সঙ্গ দিয়ে ক্যারিয়োরের প্রথম হাফসেঞ্চুরি তুলে নিলেন তাসকিন।

এ জুটির ব্যাটে ভর করে রানের পাহাড় তৈরি করছে বাংলাদেশ।

লাঞ্চবিরতির আগে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৪০৪ রান। ২১৫ বল খেলে ১১ চার ও ১ ছক্কায় মাহমুদউল্লাহ অপরাজিত ১১২ রানে। অপরপ্রান্তে ৮৯ বলে ৮ বাউন্ডারি হাঁকিয়ে ৫২ রানে অপরাজিত তাসকিন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ