বিনোদন ডেস্কঃ প্রায় দুই বছর পর অভিনয়ে ফিরছেন অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি।
তার পরিচালনায় সর্বশেষ নির্মিত নাটকের নাম ‘সায়ংকাল’। ধারাবাহিক এই নাটকটির সম্প্রচার সম্প্রতি শেষ হয়েছে বিটিভিতে। এরপর তিনি আর কোনো নাটক পরিচালনা করেননি। নাটকটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করেন এই অভিনেত্রী। এরপর থেকে অভিনয় কিংবা পরিচালনা, কোনোটিতেই দেখা যায়নি তাকে। প্রায় দুই বছর ধরে অন্য কোনো নির্মাতার নাটকেও অভিনয় করেননি তিনি।
সেই বিরতি এবার ভাঙছেন মিমি। আগামী ঈদের পর একটি এক খণ্ডের নাটকে অভিনয় করবেন মিমি। নাম চূড়ান্ত না হওয়া এই নাটকটি লিখেছেন বদরুল আনাম সৌদ। পরিচালনা করবেন আরিফ খান।
এ নাটকে অভিনয় প্রসঙ্গে আফসানা মিমি বলেন, অনেকদিনই অন্য পরিচালকের নাটকে অভিনয় করছি না আমি। আরিফ খান প্রস্তাব দেওয়ায় নাটকটিতে অভিনয়ে মনস্থির করেছি। ঈদের পর থেকে নিয়মিত অভিনয় করতে চাই। এ জন্য মানসিকভাবে তৈরি আছি। নিয়মিত নাটকে অভিনয় করলেও আপাতত পরিচালনা করার কোনো পরিকল্পনা নেই আমার। কারণ পরিচালনার কাজটি করোনার এই সময়ে করতে চাই না।
নাটক ছাড়াও এই অভিনেত্রী দুটি সিনেমায় অভিনয় করেছেন। ‘পাপপূন্য’ নামের সিনেমাটি পরিচালনা করেছেন গিয়াসউদ্দিন সেলিম এবং ‘পাতাল ঘর’ পরিচালনা করেছেন নুর ইমরান মিঠু। দুটি সিনেমাই মুক্তির অপেক্ষায় আছে।
এসবের পাশাপাশি আফসানা মিমি বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে দায়িত্বরত আছেন।