বিনোদন ডেস্কঃ এক সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুমাইয়া শিমু অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েছিলেন। বিশেষ করে বিয়ে এবং অন্য একটি প্রতিষ্ঠানের কাজের জন্যই মিডিয়ার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল।
গত বছরের মার্চে করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার সময় সর্বশেষ একটি নাটকে অভিনয় করেছিলেন। এরপর আর তিনি অভিনয়ে সময় দেননি।
দেড় বছর বিরতির পর একটি ঈদের নাটক দিয়ে অভিনয়ে ফিরেছেন এই জনপ্রিয় অভিনেত্রী। নাটকটির নাম ‘লাইফলাইন’। পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। নাটকটির একটি কেন্দ্রীয় চরিত্রেই দেখা যাবে এই অভিনেত্রীকে। এছাড়া একাধিক নাটকে অভিনয়ের সিডিউলও এরইমধ্যে দিয়েছেন শিমু। ঈদের আগেই সেই নাটকগুলোর শুটিং করবেন তিনি। ঈদের পর থেকে নিয়মিত অভিনয়ে দেখা যাবে এই অভিনেত্রীকে।
এ প্রসঙ্গে সুমাইয়া শিমু বলেন, আমি তো সবসময়ই অভিনয় করতে চাই। কিন্তু মাঝে আমার প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠানের কাজ নিয়ে ব্যস্ত সময় কেটেছে। তার জন্য অভিনয়ে মনোযোগ দিতে পারি নাই। এখন সেই প্রতিষ্ঠানের কাজের ব্যস্ততা কিছুটা কমেছে। তাই অভিনয়ে মনোযোগ দিতে পারছি। অভিনয় না করলেও সারা বছরই কিন্তু আমার কাছে নাটকে অভিনয়ের প্রস্তাব আসে। তবে গড়পরতা গল্পের কোনো নাটকে কখনই অভিনয় করব না। যে ধরনের অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছি, তা যেন অব্যাহত রাখতে পারি এই প্রত্যাশা করছি।
প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি ‘বেটার ফিউচার ফর ওমেন’ নামের একটি উন্নয়নমূলক প্রতিষ্ঠানের কর্নধার তিনি।