স্পোর্টস ডেস্কঃ ঘরের ছেলে বলতে যা বোঝায়, রিয়াল মাদ্রিদে ঠিক তাই ছিলেন সের্হিও রামোস। কিন্তু ভালোবাসার ইট দিয়ে দীর্ঘ ১৬ বছর ধরে তৈরি হওয়া দেওয়াল ধসে গেল চোখের পলকে। রিয়াল ছেড়ে দিলেন রামোস।
স্প্যানিশ দৈনিকগুলোর খবর, ক্লাবের প্রধান কর্তা ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে সম্পর্কে ভাঙন ধরায় অধিনায়কের প্রস্থান অবশ্যম্ভাবী হয়ে ওঠে। পরে রিয়াল মাদ্রিদের সঙ্গে ইতি টানেন এই ডিফেন্ডার।
রিয়াল ছেড়ে রামোস কোথায় ঘাঁটি গাড়বেন সে প্রশ্নে এতোদিন মুখর ছিলেন ফুটবলপ্রেমীরা।
জুলাই শুরু হতেই সে প্রশ্নের জবাব পাওয়া গেল। ফ্রান্সের এক নম্বর ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) যাচ্ছেন রামোস। খেলবেন নেইমার, এমবাপ্পে ও ডি মারিয়াদের সতীর্থ হয়ে।
ব্লেচার রিপোর্ট ফুটবল জানিয়েছে, পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি হতে যাচ্ছে রামোসের। আপাতত ২০২৩ সাল পর্যন্ত ফরাসি ক্লাবটির মাঠে দেখা যাবে রামোসকে। ফ্রি অ্যাজেন্ট হিসেবেই তাকে দলে ভেড়াতে পারবে পিএসজি।
আরএমসি স্পোর্টসের ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ বাউহাফসি বৃহস্পতিবার সন্ধ্যায় টুইট করেন, দুটি ইংলিশ ক্লাবের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়ে পিএসজিতে যোগদানের আগ্রহ প্রকাশ করেছেন সের্হিও রামোস। তার ভাই এখন প্যারিসে অবস্থান করছেন। কিছুদিনের মধ্যেই প্যারিসে যাবেন রামোস।
চলতি বছরের জানুয়ারিতে রামোসকে পেতে আগ্রহ দেখিয়েছিল পিএসজি। সে সময় রিয়াল মাদ্রিদ ছাড়ার কথা হয়তো কল্পনাও করেননি রামোস। অবশেষে ভাগ্যলিখন অনুযায়ী সেই পিএসজি গন্তব্য রামোসের।
রামোসকে রিয়ালের রক্ষণপ্রহরী বলা হতো। ডিফেন্ডার হয়েও মাঝেমধ্যে গোল করেছেন তিনি। রিয়ালের হয়ে ৬৭১ ম্যাচে ১০১ গোল করেছেন রামোস। ক্লাবটির সঙ্গে থেকে পাঁচটি লা লিগা খেতাব ও চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন।
গত ১৭ জুন সান্তিয়াগো বার্নাব্যুতে সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে তাকে বিদায় জানানোর পর এ সবই এখন স্মৃতি।
বিদায়কালে চোখের জল আর ধরে রাখতে পারেননি রামোস। বললেন, ‘এই সেই সময় রিয়াল মাদ্রিদকে বিদায় বলার। আমার জীবনের অন্যতম কঠিন সময়। বাবার হাত ধরে এসেছিলাম’ কথাটা শেষ করতে পারেননি কান্নায় ভেঙে পড়েন রামোস। এরপর বলেন, ‘রিয়াল সবসময় আমার হৃদয়ে থাকবে। একদিন আবার ফিরে আসব। ’
তথ্যসূত্র: গিভ মি স্পোটর্স, টুইটার