স্পোর্টস ডেস্কঃ জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ, আগস্টে বাংলাদেশ, সেপ্টেম্বরে আইপিএল, অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ এরপর অ্যাশেজ সিরিজ খেলবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
এমন ব্যস্ত সূচিতে জৈব সুরক্ষাবলয়ে থাকা কষ্টকর জানিয়ে বাংলাদেশ ও উইন্ডিজ সফর থেকে নাম প্রত্যাহার করে নেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, মার্কাস স্টয়নিস, কেইন রিচার্ডসন, ড্যানিয়েল স্যামস ও ঝাই রিচার্ডসনরা।
বিশ্রামের কথা বলে ছুটি নেওয়া এসব ক্রিকেটাররা আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন। এমন তথ্যই দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা।
তাদের সেই প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার বেশ কিছু ক্রিকেটারকে আইপিএলের দ্বিতীয় পর্বে খেলতে দেখা যেতে পারে।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেছে।
অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেছেন, আমার ব্যক্তিগত ভাবে মনে হয়, আইপিএল খেলে দেশে ফিরে ফের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া বেশ কঠিন। এরপর দেশে ফিরে আমাদের আবার অ্যাশেজ সিরিজে অংশ নিতে হবে।
আইপিএলের তিন দিন পরই আরব আমিরাতে শুরু হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমিরাতে বিশ্বকাপ হলেও আয়োজক সেই ভারতই থাকছে। করোনার কারণে ভারতের বিশ্বকাপ হচ্ছে আমিরাতে।