দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ সর্বাত্মক লডকাউনের প্রথম দিনে ‘অকারণে’ ঘরের বাইরে বের হওয়ার অপরাধে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কয়েকশ মানুষকে আটক করেছে পুলিশ।
এর আগে বুধবার সরকার সর্বাত্মক লকডাউনের প্রজ্ঞাপন জারি করে। দেশজুড়ে আরোপ করা সর্বাত্মক লকডাউন বৃহস্পতিবার সকাল থেকে বহাল থাকবে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত।
এদিন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগে ১৬৪ জন এবং মিরপুর এলাকা থেকে শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার মৃত্যুঞ্জয় দে সজল জানান, তেজগাঁও থানায় ৩০ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় আটজন, মোহাম্মদপুর থানায় ২৬, আদাবর থানায় ১৮, শেরেবাংলা নগর থানায় ৪৩ এবং হাতিরঝিল থানায় ৪২ জনকে আটক করা হয়। অকারণে বাসা থেকে বের হওয়ায় তাদের আটক করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) আ স ম মাহতাব উদ্দিন বলেন, আমাদের প্রতিটি থানার পুলিশ সদস্যরা মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছেন। কোনো যৌক্তিক কারণ ছাড়া ঘরের বাইরে বের হওয়ার কারণে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।