বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১২:১৮ অপরাহ্ন

অস্ট্রিয়া কে উড়িয়ে আভিজাত্যের জয় দেখাল ইতালি

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ১৮৯ বার
আরনাতোভিচের এই গোল বাতিল হয়েছে।

আরনাতোভিচের এই গোল বাতিল হয়েছে।
ছবি: এএফপি

ম্যাচের শুরুতে তেড়েফুড়ে নেমেছিল অস্ট্রিয়া। ইউরোরতে অচেনা নকআউটের স্বাদ পাওয়া দলটি চমকে দিতে চেয়েছিল ইতালিকে। প্রেসিং ফুটবল আর গতি দিয়ে ইতালিকে চেপে ধরতে গিয়ে এতটাই আগ্রাসী খেলতে চেয়েছে যে দ্বিতীয় মিনিটেই দলটির মূল স্ট্রাইকার আরনাতোভিচ হলুদ কার্ড দেখে বসলেন।

অস্ট্রিয়া এতেও দমেনি। গতিময় ফুটবল খেলেছে তারা আরও বেশ কিছুক্ষণ। একটু পরই ইতালিও তাতে যোগ দিল। মিনিট দশেক বল এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটল শুধু। কিন্তু বক্স-টু-বক্স সে খেলা বক্সে ঢুকতেই দম হারাচ্ছিল। দমে ঘাটতি অস্ট্রিয়ারও দেখা দিতে শুরু করে। ফলে ইতালির সঙ্গে পাল্লা দিয়ে খেলার চেষ্টা না করে নিচ থেকে খেলা সৃষ্টিতে মন দেয় অস্ট্রিয়া।

ওদিকে ইতালি শ্রেয়তর স্কোয়াডের সুবিধা নিয়ে আক্রমণের চেষ্টা চালায়। লরেঞ্জো ইনসিনিয়ে, ডমেনিকো বেরার্দি ও ইমমোবিলে মাঝে মাঝেই সুযোগ সৃষ্টি করছিলেন। কিন্তু কখনো সিদ্ধান্তহীনতা, কখনো বা স্বার্থপরতা ইতালির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ