বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৬:২৪ অপরাহ্ন

দক্ষিণ সুনামগঞ্জে মন্দিরের বিগ্রহের উপর পা রেখে ফেসবুকে ছবি ছড়িয়ে দেয়া সেই যুবক গ্রেফতার 

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৪১৪ বার
স্টাফ রিপোর্টার:: 
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জের মন্দিরে ঢুকে সনাতন ধর্মালম্বীদের বিগ্রহের উপর পা রেখে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাড়ায়  ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে ছাতকের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত  যুবকের নাম মো. ফাহিম আহমেদ (২০)। সে ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রামের মো. রিপন মিয়ার ছেলে। ফাহিমের ফেসবুক পোস্টের স্ক্রিনশটটি আজ শুক্রবার ভাইরাল হয়েছে। এতে সুনামগঞ্জসহ সারা দেশে বেশ আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ।
জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মোটরসাইকেল যোগে দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের শ্রীশ্রী লোকনাথ মন্দিরে যায় ছাতকের সিংচাপইড় গ্রামের ফাহিমসহ তিন যুবক। তারা মন্দিরের ভেতরে ১৫/৩০ মিনিট সময় অবস্থান করে। মন্দিরের পুরোহিত অদ্বৈত চক্রবর্তী তাদের বাড়ি কোথায় জানতে চাইলে তাদের বাড়ি ছাতক বলে জানায়। এসময় ফাহিম মন্দিরের ভেতরে শ্রীণৃসিংহ দেব এবং ভগবান শ্রীকৃষ্ণের কালীয়দমন বিগ্রহের উপর পা রেখে ছবি তোলে। কিন্ত মন্দিরের সিসি ক্যামেরা নষ্ট থাকায় ও পুরোহিত বা অন্য কারো নজরে পড়েনি বিষয়টি। এরপর ফাহিম আহমেদ বিগ্রহের উপর পা রাখার ছবি নিজের ফেসবুকে পোস্ট করে। ফাহিমের ফেসবুক পোস্টের স্ক্রিনশট ফেসবুকে ভাইরাল হয়ে পড়লে পোস্টটি ডিলিট করে ফেলে সে।
খবর পেয়ে আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় ব্রাহ্মণগাঁও গ্রামের শ্রীশ্রী লোকনাথ মন্দিরের ছুটে যান দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির আহমদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ। মোবাইল ফোনে খোঁজ-খবর নেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান।
ব্রাহ্মণগাঁও গ্রামের শ্রীশ্রী লোকনাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি নান্টু দাস বলেন, ‘গতকাল বৃহস্পতিবার দুপুরে তিন যুবক মোটরসাইকেলযোগে মন্দির দেখতে এসেছিল। মন্দিরের পুরোহিতকে তারা জানিয়েছে তাদের বাড়ি ছাতকে। তারা মন্দিরে ১৫/২০ মিনিট সময় ছিল। এসময় তারা ছবি তোলেছে কিনা কেউ দেখতে পায়নি। আজ শুক্রবার সকালে হটাৎ করে আমার বোন ফেসবুকে আমাদের মন্দিরের বিগ্রহের উপরে পা রাখার ছবি প্রচার হওয়ার বিষয়টি দেখতে পায়। এরপর আমরাও দেখতে পাই। কেউ মন্দির পরিদর্শন করতে এসে এভাবে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে এটা আমরা কল্পনাও করিনি। খবর পেয়ে থানার ওসিসহ অন্যান্য লোকজন এসেছেন। পুলিশ বলেছে ফেসবুকে ছবি পোস্ট করা ছেলেটাকে নাকি আটক করা চেষ্টা করছে।’
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির আহমদ বলেন, ‘খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মন্দির পরিচালনা কমিটি ও মন্দিরের পুরোহিতের সাথে কথা বলেছি। ইতিমধ্যেই বিগ্রহের উপর পা রাখার ছবি ফেসবুকে পোস্টকারীকে তার নিজ গ্রাম সিংচাপইড় থেকে গ্রেফতার করা হয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান বলেন, ‘পাগলার ব্রাহ্মণগাঁও গ্রামের  শ্রী শ্রী লোকনাথ মন্দিরের শ্রী নৃসিংহদেবের বিগ্রহ এবং শ্রীকৃষ্ণের কালীয়দমন বিগ্রহের উপর পা রেখে ছবি উঠিয়ে তা  সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় অনুভূতিতে করায় দায়ী ব্যক্তিকে মাননীয় পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের নির্দেশে ও সুযোগ্য জেলা প্রশাসক স্যারের সার্বিক তদারকিতে ও ছাতক-জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ পুলিশের সমন্বিত উদ্যোগে গ্রেফতার করা হয়েছে। আমরা আশ্বস্ত করতে চাই যে, সরকার কোন ধরণের সাম্প্রদায়িক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেবে না। সাম্প্রদায়িক সম্প্রতির বাংলাদেশে কেউ অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলে তা যেকোন মূল্যে প্রতিহত করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ