শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:৩০ অপরাহ্ন

পাকিস্তানের ব্যাটিং কোচের চাকরি ছাড়লেন ইউনিস খান

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ১৮৮ বার

স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের ব্যাটিং কোচের চাকরি থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ালেন ইউনিস খান।

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে তার দায়িত্ব পালন করার কথা ছিল। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ইস্তফা দিয়েছেন সাবেক এই অধিনায়ক।

বিষয়টি নিশ্চিত করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন, ইউনিস খানের মতো অভিজ্ঞতাসম্পন্ন ও মানসম্পন্ন একজন কোচকে হারানো আসলেই অনেক কষ্টের। অনেক কথাবার্তা ও আলাপ-আলোচনার পর দুই পক্ষই এ সিদ্ধান্তে এসেছে যে, ইউনিস ব্যাটিং কোচের পদ থেকে অব্যাহতি নিলে উভয় পক্ষেরই মঙ্গল।

গত নভেম্বরে দুই বছরের চুক্তিতে ইউনিস খানকে নিয়োগ দেয় পিসিবি। চুক্তির এক বছর যেতে না যেতেই সরে দাঁড়ালেন সাবেক এই তারকা ব্যাটসম্যান।

আসন্ন ইংল্যান্ড সফরে ব্যাটিং কোচ ছাড়াই খেলতে হবে বাবর আজমদের।

তিন ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী ২৫ জুন ইংল্যান্ড সফরে যাবে পাকিস্তান ক্রিকেট দল। সেখান থেকে ২১ জুলাই ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে পাঁচটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে বাবর আজমরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ