এম এ মোতালিব ভুঁইয়া ::
দোয়ারাবাজারে ঝমকালো আয়োজনে উপজেলা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৯জুন ) সকালে দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন বালা।
এতে সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মহুয়া মমতাজ। এসময় সেখানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রেনু মিয়া, ভাইস-চেয়ারম্যান সালেহা বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা এ কে এম ফজলুল হক,সহকারী শিক্ষা অফিসার অনুকুল চন্দ্র দাস ও আবু রায়হান সহ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক/শিক্ষিকা বৃন্দ।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের জীবন গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। মানসিক উৎকর্ষ সাধন এবং সুস্থ দেহের জন্য নিয়মিত খেলাধুলা করা দরকার। খেলাধুলা শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলে এবং জীবন প্রতিষ্ঠার পথ সুগম করে। একজন কৃতী খেলোয়াড় দেশের সম্পদ হিসেবে গণ্য হয় এবং আন্তর্জাতিক অঙ্গনে সুনাম ছড়িয়ে দিয়ে দেশের মর্যাদা সমুন্নত রাখে।