স্পোর্টস ডেস্কঃ চির প্রতিদ্বন্দ্বী মোহামেডানের কাছে হারের ধাক্কা সামলে আবাহনী এখন সঠিক কক্ষপথে। পরপর দুই ম্যাচে প্রাইম ব্যাংক ও শেখ জামালের বিপক্ষে সহজ জয় তুলে নিয়েছে আকাশী-হলুদরা।
গতকাল তামিম, এনামুল বিজয়দের ডিএল মেথডে ৩০ রানে হারানোর পর আজ সোমবার শেরে বাংলায় বৃষ্টি ভেজা কার্টেল ওভারের ম্যাচে শেখ জামালকে ৪৯ রানে (ডিএল মেথডে) হারিয়েছে আবাহনী। ৯ ম্যাচে মুশফিক বাহিনীর এটা সপ্তম জয়। সমান খেলায় শেখ জামালের এটা চতুর্থ পরাজয়।
বিজ্ঞাপন
ফর্মে থাকা তরুণ ওপেনার মুনিম শাহরিয়ার আজও আবাহনীর টপ স্কোরার। ময়মনসিংহের এ তরুণের ব্যাট থেকে এদিন বেরিয়ে এসেছে ৪০ বলে ৭৪ রানের দারুণ আক্রমনাত্মক ইনিংস। সাথে ৪২ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংস উপহার দিয়েছেন নাজমুল হোসেন শান্তও।
মূলতঃ এ দু’জনার জোড়া অর্ধশতকে আবাহনী পায় ১৮১ রানের বড় সড় স্কোর। মাঝে বৃষ্টি আসায় খেলার দৈর্ঘ্য কমে যায়। ১৩ ওভারে ১৪৮ রানের টার্গেট দেয়া হয় নুরুল হাসান সোহানের দলকে। কিন্তু ইমরুল কায়েস, সৈকত আলি ও নাসির-জিয়ারা ৯৮’র বেশি করতে পারেননি।
বিজ্ঞাপন
সর্বাধিক ২২ রান আসে অধিনায়ক সোহানের ব্যাট থেকে। আবাহনীর বাঁ-হাতি পেসার মেহেদি হাসান রানা ১৬ রানে ৩ উইকেট দখল করে শেখ জামালকে ১০০’র নিচে আটকে রাখেন। এছাড়া বাঁ-হাতি স্পিনার আরাফত সানিও সমান ১৬ রানে দখল করেন ২ উইকেট।
বিজ্ঞাপন
সংক্ষিপ্ত স্কোর
আবাহনী : ১৮১/৪ (নাইম শেখ ১০, মুনিম শাহরিয়ার ৭৪, ৪০ বলে, নাজমুল শান্ত ৬৫*, ৪২ বলে, মুশফিকুর রহীম ০, মোসাদ্দেক ২৬, ১৫ বলে; এবাদত ১/২০, সালাউদ্দীন শাকিল ১/২৭, নাসির ১/২৪, জিয়া ১/ ৩৬)।
শেখ জামাল : ৯৮/৮, (সৈকত ১, ইমরুল ৮, জিয়া ১১, সোহান ২২, ১১ বলে, তানবির হায়দার ১, নাসির ৬, ইলিয়াস সানি ৫, মোহাম্মদ এনামুল ২৯*; মেহেদি হাসান রানা ৩/১৬, আরাফাত সানি ২/১৬, সাইফউদ্দীন, আমিনুল বিপ্লব ও তানজিম সাকিব ১টি করে উইকেট)।
ফল : আবাহনীর জয় ৪৯ রানে (ডিএল মেথডে)