রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৩:১৯ অপরাহ্ন

৪৬ কোটি টাকায় বিক্রি হলো ভাসমান বাড়ি

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৩০ মে, ২০২১
  • ২৯৮ বার

অনলাইন ডেস্কঃ সম্প্রতি উদ্বোধন করা ভাসমান বাড়ির প্রথম ইউনিটটি কিনেছেন দুবাই-ভিত্তিক ব্যবসায়ী বালভিন্দার সাহানি। স্থানীয়ভাবে আবু সাবাহ নামে পরিচিত এই ধনকুবের বিশেষ এই বাড়িটির জন্য ২ কোটি দিরহাম বা ৪৬ কোটি টাকা দাম দিয়েছেন।

সাগরের নীল জলরাশির মাঝে এক টুকরো ভাসমান বাড়ি ধনীদের খেয়াল মেটানোর উপযুক্ত জিনিস হলেও আরব আমিরাত-ভিত্তিক জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ‘সিগেট শিপইয়ার্ড’ ভাসমান ক্ষুদে রিসোর্ট ইউনিট বা বাড়ি চালু করেছে।

এটি বিশ্বে প্রথম ভাসমান অবকাশ যাপনের জন্য তৈরি দ্বিতল বাড়ি। এই ভাসমান বাড়িতে শয়নকক্ষ চারটি, প্রতিটিতেই আছে অ্যাটাচড বাথ ও বারান্দা। অন্যান্য সুবিধার মধ্যে আছে কাঁচে ঘেরা সুইমিং পুল, কিচেন ও লিভিং রুম।

বাড়িটিতে পরিচারকদের থাকার জন্যও আছে আলাদা দুটি কক্ষ। স্বচ্ছ কাঁচের মেঝে-যুক্ত এই বাড়ির মোট আয়তন ৯০০ বর্গমিটার।

বিশেষ হাইড্রোলিক ইঞ্জিনের সাহায্যে ভাসমান এই স্থাপনাকে সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়। সিগেটের দাবি, তারা আন্তর্জাতিক সুরক্ষা মান নিশ্চিত করেই এটি তৈরি করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ